Congress: হাজার হাজার সমর্থক নিয়ে বাম জমানার মন্ত্রী ঢুকলেন কংগ্রেসে

দশ বছরের মন্ত্রীত্ব করেছেন। ছিলেন বামফ্রন্ট সরকারের গুরুত্বপূর্ণ মুখ। যখন মন্ত্রীত্ব ছেড়েছিলেন তখনও ঘোরতর বাম জমানা। এরপর শিবির বদল করেছেন। আপাতত সামিল হলেন (Congress) কংগ্রেসে।…

congress

short-samachar

দশ বছরের মন্ত্রীত্ব করেছেন। ছিলেন বামফ্রন্ট সরকারের গুরুত্বপূর্ণ মুখ। যখন মন্ত্রীত্ব ছেড়েছিলেন তখনও ঘোরতর বাম জমানা। এরপর শিবির বদল করেছেন। আপাতত সামিল হলেন (Congress) কংগ্রেসে। সাথে নিয়ে এলেন হাজার হাজার সমর্থক। তবে বাম মহলে আলোচনা গেছে তো বন্ধুর দলেই!

   

ত্রিপুরায় বামফ্রন্ট সরকারের পতন হয়েছে ২০১৮ সালে। টানা ২৫ বছরের বাম জমানায় ২০০৩ থেকে ২০১৩ সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী মানিক সরকারের মন্ত্রিসভায় ছিলেন ফ্রন্ট শরিক দল সিপিআইয়ের মনীন্দ্র রিয়াং। মন্ত্রীত্ব চলে যাওয়ার পর তিনি দলত্যাগে অভ্যস্ত হন। ২০১৮ সালে জেডিইউ পরে উপজাতি দল তিপ্রা মথায় যোগ দেন। সোমবার তিনি দল পাল্টে সামিল হলেন কংগ্রেসে।

আগরতলায় গান্ধী জয়ন্তী উপলক্ষ্যে কংগ্রেসে যোগদান শিবির আযোজন করা হয়। প্রদেশ কংগ্রেস ভবনের কাছে জনসভায় বিরাট ভিড় হয়। এই সমাবেশে পূর্বতন বাম জমানার কারামন্ত্রী মনীন্দ্র রিয়াং যোগ দেন কংগ্রেসে। তাঁকে স্বাগত জানান কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ। প্রদেশ কংগ্রেস সূত্রে খবর সাত হাজারের বেশি যোগদান করেছেন। রাজ্যে বিজেপির সরকার হটাতে বামফ্রন্টের সাথে জোট করেই লড়াই চলছে।

এদিন মঞ্চ থেকে সুদীপ রায় বর্মণ সরাসরি বিরোধী দলের সুপ্রিমো তথা রাজা প্রদ্যোত দেববর্মণকে ফের কংগ্রেসে যোগ দিতে আহ্বান জানান। তিপ্রা মথাকে কংগ্রেসের সাথে মিশে যেতে বলেন। সুদীপবাবুর আহ্বানে আগরতলার রাজনৈতিক মহলে শোরগোল পড়েছে। এদিন মঞ্চে ভাষণ দিতে গিয়ে সাময়িক অসুস্থ হন সুদীপবাবু।