ইন্ডিয়ান সুপার লীগের (ISL) টানা পাঁচ ম্যাচে জামশেদপুর এফসির (Jamshedpur FC) বিরুদ্ধে অপরাজিত রইল কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। রবিবার অন্দ্রিয়ান লুনার করা একমাত্র গোলে হয়েছে ম্যাচের ফয়সালা। কেরালার ব্লাস্টার্সের বেশ কিছু মুভমেন্ট ছিল চোখে পড়ার মতো। দলের অবধারিত পতন একাধিকবার রোধ করেছেন সচিন সুরেশ।
ট্রান্সফার উইন্ডোতে ব্যাপকভাবে সমালোচিত হয়েছিল কেরালা ব্লাস্টার্স। একাধিক তারকা ফুটবলারকে তারা ধরে রাখতে পারেনি ক্লাব। ধীর গতিতে হয়েছিল দল গঠন করার কাজ। অনেকে ভেবেছিলেন এবারের অন্যতম দুর্বল স্কোয়াড হতে চলেছে ইয়েলো ব্রিগেডের। সমালোচকদের ভুল প্রমাণিত করছে কেরালা ব্লাস্টার্স।
এদিন নিজেদের ঘরের মাঠে জামশেদপুর এফসির বিরুদ্ধে খেলতে নেমেছিল কেরালা ব্লাস্টার্স। যথারীতি প্রিয় দলের খেলা দেখতে গ্যালারিতে ভিড় জমিয়েছিলেন ব্লাস্টার্স সমর্থকরা। প্রথমার্ধের খেলা খুব একটা উৎসাহব্যঞ্জক না হলেও বিরতির পর বেড়েছিল খেলার গতি। দুই দলই গোল করার জন্য মরীয়া হয়ে উঠেছিল। আক্রমণ গড়ার ক্ষেত্রে দুই দলের পরিসংখ্যান সমানে সমানে। তার মধ্যেও লুনা নিজেকে চেনালেন আলাদাভাবে। নিজের দলের প্রতি তিনি কতটা আবেগ অনুভব করেন সেটা লুনা মরসুম শুরু হওয়ার আগে জানিয়েছিলেন। এদিনের ম্যাচে একাধিকবার একক দক্ষতায় গোল করার চেষ্টা করেছিলেন তিনি।
A touch of magic from Luna secures all 3⃣ points for the Men in Yellow 🙌💛#KBFCJFC #KBFC #KeralaBlasters pic.twitter.com/8PBbgdVCLW
— Kerala Blasters FC (@KeralaBlasters) October 1, 2023
দুই দলের গোলরক্ষক প্রতিপক্ষের খেলোয়াড়দের ওপর চাপ বাড়িয়েছিলেন। বিশেষত কেরালার সচিন সুরেশ। একাধিকবার নিশ্চিত গোল বাঁচিয়ে দলের দূর্গ অক্ষত রাখতে সফল হয়েছেন তিনি। এদিনের ম্যাচ থেকে টিম গেমের জোরে তিন পেয়েছে ব্লাস্টার্স। লুনার গোলটিও দলগত খেলার ফসল।
বিগত চার ম্যাচে দুই দলের আইএসএল ফলাফল:
৩ জানুয়ারি, কেরালা ব্লাস্টার্স ৩-১ জামশেদপুর এফসি
৪ ডিসেম্বর ২০২২, কেরালা ব্লাস্টার্স ১-০ জামশেদপুর এফসি
১৫ মার্চ, কেরালা ব্লাস্টার্স ১-১ জামশেদপুর এফসি
১১ মার্চ, কেরালা ব্লাস্টার্স ১-০ জামশেদপুর এফসি