বলিউডে গুঞ্জন শাহরুখকে তীব্র অন্তর্ভেদী দৃষ্টিতে বেঁধে নিয়েছেন বাংলাভাষী অভিনেত্রী। পদ্মাপারের বাঙালি অর্থাৎ বাংলাদেশি। ঢালিউডের চর্চিত অভিনেত্রী আজমেরী হক বাঁধনের সাথেই এবার দেখা যাবে বলিউডের কিং খানকে। শাহরুখ-বাঁধনের খুফিয়া (Khufiya) ছবিতে বাঁধনের অভিনয় ঘিরে বাংলাদেশের ছবি মহল উত্তেজনায় টলমল।
বলিউড সিনেমা ‘খুফিয়ায়’ অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এ সিনেমায় বাঁধনের পাশাপাশি দেখা যাবে বলিউড বাদশাহ শাহরুখ খানকেও। পরিচালক বিশাল ভরদ্বাজ জানান, শাহরুখের সঙ্গে আমার কথা হয়েছে।
থ্রিলার ঘরানার সিনেমাটিতে বাঁধন, শাহরুখ ছাড়াও অভিনয় করছেন টাবু, আলী ফজল, আশিস বিদ্যার্থী ও ওয়ামিকা গাব্বি। নেটফ্লিক্সের এ সিনেমাটি নির্মিতি হয়েছে অমর ভূষণের বই ‘এসকেপ টু নো হোয়ার’ অবলম্বনে। যেখানে গল্পের প্রয়োজনে একজন বাংলাদেশের অভিনেত্রীর প্রয়োজন ছিল পরিচালকের।সেই সূত্রে বাঁধনকে বেছে নেওয়া হয়।
পরিচালক বিশাল ভরদ্বাজ বাংলাদেশি মেয়ের চরিত্রের জন্য প্রথমে ঢালিউড অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ও মেহজাবীন চৌধুরীকে প্রস্তাব দিয়েছিলেন।চিত্রনাট্যে বাংলাদেশকে সঠিকভাবে উপস্থাপন করা হয়নি এমন অভিযোগে দুজনেই সরে দাঁড়ান। প্রস্তাবটি লুফে নেন অভিনেত্রী বাঁধন।