নিয়োগ দুর্নীতি মামলায় এবার মমতা পরিবারের আরও ভিতরে ইডি নজর। মুখ্যমন্ত্রীর ভাই ও তাঁর স্ত্রীকে জেরায় তলব করা হলো। এরা দুজনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা ও মা। একইসাথে ফের তলব করা হয় অভিষেককে। এতদিন মুখ্যমন্ত্রী পরিবারের অভিষেক বারবার জেরার মুখে পড়েছেন। এবার তাঁর বাবা-মাকে তলব করায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য। অভিষেকের সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসের পরিচলকমণ্ডলীতে আছেন তাঁরা।
আগামী ৩ অক্টোবর জিজ্ঞাসাবাদের জন্য তাকে তলব করেছে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ঘটনাচক্রে ওই দিন দিল্লিতে পূর্ব নির্ধারিত কর্মসূচি রয়েছে তৃণমূলের। সেই দিনই তলব নিয়ে কেন্দ্র সরকারকে কটাক্ষ করেছেন অভিষেক। বলেছেন সরকার ভীত।
দিল্লির ধর্না কর্মসূচির নেতৃত্ব দেওয়ার কথা অভিষেকের। তাই ৩ অক্টোবর অভিষেক হাজিরা দেবেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। জানা গেছে, আগামী ৩ অক্টোবর সকাল সাড়ে ১০ টায় সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে অভিষেককে। সেই নোটিসের কথা এক্স মাধ্যমে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই। তিনি উল্লেখ করেছেন, “রাজ্যের প্রাপ্য টাকার দাবি জানিয়ে যে দিন দিল্লিতে কর্মসূচি রয়েছে, সেদিনই তলব করা হল। এতেই প্রমাণ হয় আসলে কারা ভয় পাচ্ছে।” চলতি মাসেই ইডি তলব করেছিল অভিষেককে। প্রায় সাড়ে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাকে।
তৃণমূল সূত্রে খবর, ওইদিন ইডি-র তলবে সাড়া দেওয়ার সম্ভাবনা কম। ২ ও ৩ অক্টোবর দিল্লিতে কর্মসূচি হওয়ার কথা তৃণমূলের। অভিষেকের নেতৃত্বে সেই কর্মসূচিতে যোগ দেবেন কয়েক হাজার কর্মী। তাই ওই কর্মসূচি ছেড়ে অভিষেক কলকাতায় হাজিরা দিতে আসবেন না বলেই মনে করা হচ্ছে।