ভারতীয় ফুটবলে ফের উঠল বয়স ভাঁড়ানোর অভিযোগ। প্রমাণ সহ সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) কাছে অভিযোগ জানিয়েছে বঙ্গীয় ফুটবল নিয়ামক সংস্থা আইএফএ (IFA)। সাংবাদিক সম্মেলন ডেকে বিষয়টির ওপর আলোকপাত করেছেন বাংলার ফুটবল কর্তারা।
আইএফএ-এর পক্ষ থেকে অভিযোগ, বাংলার বিরুদ্ধে বয়স ভাঁড়িয়ে মাঠে নামানো হয়েছিল ঝাড়খণ্ডের দুই ফুটবলারকে। খাতায় কলমে বয়স কম দেখানো বলেও মেডিক্যাল পরীক্ষার পর বয়স অনেকটা বেশি বলে জানা গিয়েছে, দাবি আইএফএ-এর। এ ব্যাপারে AIFF-এর কাছে সরাসরি অভিযোগ জানিয়েছে বঙ্গীয় ফুটবল নিয়ামক সংস্থা।
আলোচনার কেন্দ্রে উঠে এসেছে মেয়েদের অনূর্ধ্ব ১৭ জাতীয় মহিলা ফুটবল টুর্নামেন্টের একটি ম্যাচ। ঝাড়খণ্ডের বিরুদ্ধে খেলার জন্য সম্প্রতি ওড়িশায় গিয়েছিল বাংলা দল। পরাজয় বরণ করেছিল বাংলার মেয়েরা। এই ম্যাচে ঝাড়খণ্ডের দুই ফুটবলারের বয়স বাকিদের থেকে বেশি বলে সন্দেহ হয় আইএফএ কর্তাদের। সন্দেহ সত্যি কি না জানার জন্য বিষয়টি আরো তলিয়ে দেখা হয়। খাতায় কলমে লেখা বয়সের সঙ্গে মেডিক্যাল টেস্টের রিপোর্ট মিলিয়ে দেখা হয়।
আইএফএ’র পক্ষ থেকে জানানো হয়েছে, কাগজে অভিযুক্ত দুই ফুটবলার প্রিয়তমা এবং সঙ্গীতার বিরুদ্ধে লিখিত AIFF-এর কাছে লিখিত অভিযোগ দায়ের করে বঙ্গীয় ফেডারেশন। অভিযোগের দায়ের হওয়ার পর দুই ফুটবলারের মেডিক্যাল টেস্ট করায় এআইফফ। বাংলার ফুটবল কর্তারা জানিয়েছেন, পরীক্ষার পর জানা গিয়েছে এই দুই ফুটবলের একজনের বয়স দেখা যাচ্ছে সতেরো থেকে আঠারো বছর এবং অন্য জনের সম্ভাব্য বয়স সতেরো থেকে উনিশ বছর।