আরও একবার ত্রাতার ভূমিকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইস্টবেঙ্গলের পর মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan SC) পাশে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তার উদ্যোগে বড় বিনিয়োগকারী পাওয়ার দোরগোড়ায় কলকাতার অন্যতম প্রধান ফুটবল ক্লাব। অনেকের আশা, আন্তর্জাতিক মানের কোম্পানির হাত ধরে ইন্ডিয়ান সুপার লীগে খেলার স্বপ্ন পূরণ হবে সাদা কালো ব্রিগেডের।
জনপ্রিয় সংবাদ মাধ্যমের পক্ষ থেকে সম্প্রতি দাবি করা হয়েছে, দুবাইতে বসে নিজের উদ্যোগে মহামেডানের জন্য বিনিয়োগকারীর ব্যবস্থা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাপ্ত খবর অনুযায়ী, লুলু গ্রুপ ইন্টারন্যাশনাল কোম্পানির সঙ্গে মমতা নিজে কথা বলেছেন। লুলু গ্রুপ দুবাইয়ে অবস্থিত একটি কর্পোরেট অফিস। মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে ইতিমধ্যে মহামেডান স্পোর্টিং ক্লাবের কর্তার সঙ্গে কোম্পানি পক্ষের কথা হয়েছে বলে জানা গিয়েছে।
বৈঠকে মোহনবাগান ক্লাবের সচিব দেবাশীষ দত্তও উপস্থিত ছিলেন বলে খবরে প্রকাশ। সংবাদ মাধ্যমে বাগান সচিব বলেছেন, “মুখ্যমন্ত্রীই উদ্যোগ নিয়ে দুবাইয়ের লুলু গ্রুপের সঙ্গে কথা বলেন। এই সংস্থা মহমেডানের লগ্নিকারী হতে রাজি হয়েছে। খুব শীঘ্রই হয়তো আনুষ্ঠানিক ঘোষণাও হয়ে যাবে।”
ভারতের সেরা ফুটবল লীগে খেলুক রাজ্যের তিন প্রধান ক্লাব, এই কথা একাধিকবার বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইস্টবেঙ্গল ক্লাবের পাশে দাঁড়িয়েছেন একাধিকবার। প্রথমে শ্রী সিমেন্ট এবং পরে ইমামিকে লাল হলুদ ক্লাবের ইনভেস্টর হিসেবে নিয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রী নিজে। এবার হয়তো মহামেডান স্পোর্টিং ক্লাবের অনেক দিনের ইচ্ছা পূরণ হওয়ার পালা।