মাত্র আর কিছু ঘন্টা। তারপরেই যুবভারতী স্টেডিয়ামে এবারের আইএসএল অভিযান শুরু করতে চলেছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। প্রতিপক্ষ হিসেবে রয়েছে হিরো আইলিগের গতবারের চ্যাম্পিয়ন পাঞ্জাব এফসি। এবারের ডুরান্ড কাপের গ্রুপ পর্বে এই দলকে হারালেও তখনকার পাঞ্জাবের সাথে এখনকার পাঞ্জাব দলের যে আকাশ পাতাল তফাৎ আছে তা ভালোই বুঝতে পেরেছেন বাগানের স্প্যানিশ কোচ। তাই এবার লড়াইযে সহজ হবে না তা বলাই চলে। সেজন্য, মাঠে নামার আগে প্রতিপক্ষ হিসেবে পাঞ্জাব দলকে যথেষ্ট সমীহ করে চলছেন তিনি। কিন্তু আইএসএলের প্রথম ম্যাচে জয় দিয়েই টুর্নামেন্ট শুরু করতে চান ফেরেন্দো।
তবে ডুরান্ড কাপের ফাইনালে লাল কার্ড থাকায় এই ম্যাচে খেলতে পারবেন না বাগান দলের তারকা ফুটবলার অনিরুদ্ধ থাপা। যারফলে, কিছুটা হলেও অস্বস্তি বাড়বে মেরিনার্সদের। তার বদলে দলে আসতে পারেন গ্লেন মার্টিনস কিংবা নামতে। তবে এক্ষেত্রে বাকিদের তুলনায় অনেকটাই এগিয়ে মার্টিনস। সব ঠিকঠাক থাকলে আজ শুরু থেকেই হয়ত প্রথম একাদশে দেখা যাবে এই তারকা ফুটবলারকে। এছাড়াও ফিনিশ করার জন্য নামানো হতে পারে অজি বিশ্বকাপার জেসন কামিন্সকে। এক নজরে দেখে নেওয়া যাক, আজ ঠিক কেমন একাদশ সাজাতে পারেন হুয়ান ফেরেন্দো।
স্বাভাবিকভাবেই আজ তিন কাঠির দায়িত্বে থাকবেন তারকা গোলরক্ষক বিশাল কাইথ। পাশাপাশি দলের রক্ষনভাগে থাকতে পারেন অধিনায়ক শুভাশিস বসু, আনোয়ার আলি ও বিদেশি তারকা হেক্টর ইয়ুস্তে। দলের দুই উইং সামাল দিতে পারেন লিস্টন কোলাসো ও মনবীর সিং। সেইসাথে মাঝমাঠে আজ গতি দেওয়ার জন্য থাকতে পারেন গ্লেন মার্টিনস অথবা নামতে।
আজ দাবানল হবে বলছে মন! 🔥#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/uKWfESRFZV
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) September 23, 2023
তার সাথে থাকতে পারেন সাহাল আবদুল সামাদ। তাছাড়া কিছুটা ব্যাকে খেলতে পারেন হুগো বুনো কিংবা দিমিত্রি পেট্রতোস। এছাড়াও উপরে থাকতে পারেন আলবেনিয়ান তারকা আর্মান্দো সাদিকু। তাকে সঙ্গ দিতে পরবর্তীতে নামতে পারেন জেসন কামিন্স।