চমকের সঙ্গে মরসুম শুরু করেছে মোহন বাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। দল গঠন করা থেকে শুরু করে জার্সি উন্মোচন, এবার সবেতেই নজর কেড়েছে বাগান। শুরু করতে চলেছে ইন্ডিয়ান সুপার লীগের দশম সংস্করণ। তার আগে দলের অ্যাওয়ে জার্সি নিয়ে মিলল বড় আভাস।
বেশ কিছু দিন আগেই মোহন বাগান সুপার জায়ান্টের হোম ম্যাচের জার্সি প্রকাশ করা হয়েছে। আইকনিক সাদা বর্ডার দেওয়া জার্সিকে নতুন করে তৈরি করেছে ম্যানেজমেন্ট। অপেক্ষা অ্যাওয়ে ম্যাচের জার্সির জন্য। ট্রান্সফার মার্কেটের সময় থেকে প্রত্যাশার পারদ বাড়িয়ে দিয়েছিল মোহন বাগান সুপার জায়ান্ট, সম্প্রতি পরপর ম্যাচ জিতে ক্লাব সমর্থকদের মধ্যে উন্মাদনা বৃদ্ধি পেয়েছে। সবুজ মেরুন সমর্থকরা আশা করছেন তাদের প্রিয় দলের জার্সিটাও হবে দেখার মতো।
হোম ম্যাচের জার্সি নিয়ে প্রথম দিকে অনেকে নেতিবাচক মনোভাব প্রদর্শন করেছিলেন। ফুটবলাররা জার্সি পরে মাঠে নামার পর অভাব অভিযোগ বর্ষার জলে ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচের জার্সিতে সাধারণত সাদা রঙের আধিক্য থাকে। এবারেও হয়তো তার ব্যতিক্রম হবে না।
অনেকে মনে করছেন যে সরাসরি অ্যাওয়ে ম্যাচের দিন নতুন জার্সি পরে বাগান ফুটবলাররা মাঠে নামবেন। তেমনটা হলে সেটাও সারপ্রাইজের থেকে কম কিছু হবে না। ফুটবল প্রেমীদের একাংশের অনুমান, আগামী ৭ অক্টোবর চেন্নাইয়েন ফুটবল ক্লাবের বিরুদ্ধে ম্যাচে দেখা যাবে মোহন বাগান সুপার জায়ান্টের নতুন অ্যাওয়ে জার্সি।
GIGABYTE got our back yet again! 🤝💚♥️
Let’s team up and fight on, @Aorus_IN! 🔥#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন #GIGABYTE #TeamUpFightOn pic.twitter.com/rhQrdgv5qp
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) September 22, 2023