শুরু হয়ে গেল ইন্ডিয়ান সুপার লীগের (ISL) দশম সংস্করণ। প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল কেরালা ব্লাস্টার্স এবং বেঙ্গালুরু এফসি। দুই দলই এদিন খুব একটা গোছানো ফুটবল খেলতে পারেনি। তার মধ্যেও গুরপ্রীত সিং সাঁধুর ভুল হতে পারে ম্যাচের হাইলাইট।
জহরলাল নেহেরু স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল কেরালা ব্লাস্টার্স এবং বেঙ্গালুরু এফসি। প্রাক মরসুম প্রস্তুতি এবং দল গঠনের বিচারে অনেকেই বেঙ্গালুরুকে ফেভারিট হিসেবে ধরেছিলেন এদিনের ম্যাচে। বেঙ্গালুরু এফসির হয়ে ছিলেন না সুনীল ছেত্রী। এশিয়ান গেমসে আজই ভারতকে গোল করে জিতিয়েছেন তিনি। জাতীয় শিবিরে গুরপ্রীত সিং সাঁধুর-ও যোগ দেওয়ার কথা ছিল। শেষ পর্যন্ত তাকে যেতে হয়নি। বেঙ্গালুরু এফসির নির্ভরযোগ্য দূর্গ প্রহরী তিনি।
নিজের গোলের সামনে গুরপ্রীত অতিবিশ্বাস প্রদর্শন না করলে ম্যাচের ফল অন্যরকম হতে পারতো। এক গোল পিছিয়ে পড়ার পর সমতা ফেরানোর জন্য মরীয়া ছিল বেঙ্গালুরু এফসি। ম্যাচে বয়স যখন আনুমানিক ৬৭ মিনিট তখন ব্যাক পাসে বল পেয়েছিলেন গুরপ্রীত। কেরালার আদ্রিয়ান লুনা অনেকটা দূরে ছিলেন।
Not our night. #WeAreBFC #KBFCBFC pic.twitter.com/rcLHSvSxhv
— Bengaluru FC (@bengalurufc) September 21, 2023
বেঙ্গালুরু গোলরক্ষকের গা ছাড়া মনোভাব দেখে ছুটে যান বলের দিকে। চাপে পড়ে ভুল করে বসেন সাঁধু। পায়ের টোকায় বল চলে গিয়েছিল অনেকটা দূরে। ওত পাতা শিকারির মতো দৌড়ে এসে লুজ বল নিজের দখলে নেন লুনা, ফাঁকা গোল বল ঠেলে দেন জালের দিকে। ভেন্দর্পের আত্মঘাতী গোলে পিছিয়ে যাওয়ার পর লুনার গোল, ২-০ গোলে এগিয়ে যায় কেরালা ব্লাস্টার্স। ৮৯ মিনিটে একটি গোল করেন পরিশোধ করেছিলেন বেঙ্গালুরু এফসির কার্টিস মেইন।