আর কয়েকদিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। গত মাসে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সরকারের বিভিন্ন দফতর ও পুজো কমিটিগুলির সঙ্গে প্রস্তুতি বৈঠক হয়। সেই বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো কমিটিগুলিতে ৭০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন। সেই ঘোষণাকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে জমা পড়ল নতুন আবেদন। হাইকোর্টে মামলা করলেন জনৈক সৌরভ দত্ত।
এর আগে পুজো কমিটিগুলিকে ৫০ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করে হাইকোর্টে মামলা করেন সৌরভই। এবছরও রাজ্য সরকারের ৭০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণাকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। জানা যাচ্ছে যে আগের জনস্বার্থ মামলার আবেদনের সঙ্গে এই মামলা যুক্ত করার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছেন মামলাকারী। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন করে তা অনুমোদনের অনুমতি দিয়েছন প্রধান বিচারপতি। এই সপ্তাহেই শুনানির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।
ক্ষমতায় আসার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পুজো কমিটিগুলিকে অনুদান ঘোষণা করে। শহর ও রাজ্যের দুর্গাপুজোগুলির জন্য প্রথমে ২৫ হাজার টাকা অনুদান ঘোষণা করে সরকার। করোনার সময় ব্যপক সমস্যায় পড়ায় কমিটিগুলিকে অনুদান বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়। গত বছর অনুদানের পরিমাণ বাড়িয়ে ৬০ হাজার টাকা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।