East Bengal: সুপার সিক্সের আগে বিশেষ অনুশীলনে মশালবাহিনী, নেই একাধিক তারকা

নতুন ফুটবল মরশুমে প্রিমিয়ার ডিভিশন লিগের প্রথম ম্যাচে রেনবো এফসির বিপক্ষে গোলশূন্যভাবে আটকে যেতে হলেও দ্বিতীয় ম্যাচ থেকেই ঘুরে দাঁড়িয়েছিল বিনো জর্জের ছেলেরা (East Bengal)

East Bengal's Super Six Preparation

নতুন ফুটবল মরশুমে প্রিমিয়ার ডিভিশন লিগের প্রথম ম্যাচে রেনবো এফসির বিপক্ষে গোলশূন্যভাবে আটকে যেতে হলেও দ্বিতীয় ম্যাচ থেকেই ঘুরে দাঁড়িয়েছিল বিনো জর্জের ছেলেরা (East Bengal)। দ্বিতীয় ম্যাচে ওয়েস্টবেঙ্গল পুলিশকে ৪-২ গোলে হারানোর পর তৃতীয় ম্যাচে রেলওয়েকে ১ গোলের ব্যবধানে পরাজিত করেছিল ময়দানের এই প্রধান।

তারপর আবার চতুর্থ ম্যাচে বেহালা স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ড্র করতে হলেও পরের ম্যাচ থেকে ফের ঘুড়ে দাঁড়ায় দল। তারপর সময় এগোনোর সাথে সাথে ইস্টার্ন রেলওয়ে থেকে শুরু করে কলকাতা কাস্টমস হোক কিংবা উয়াড়ি অ্যাথলেটিক ক্লাব হোক কিংবা এরিয়ান প্রত্যেকের বিপক্ষেই উঠে আসে সহজ জয়। যারফলে, কয়েক ম্যাচ বাকি থাকতেই সুপার সিক্স নিশ্চিত করে ফেলে ইস্টবেঙ্গলের জুনিয়র দল।

   

আগামী ২০ তারিখ থেকে কলকাতা লিগের সুপার সিক্সের লড়াই শুরু করছে বিনো জর্জের ছেলেরা। যেখানে প্রথম ম্যাচেই তাদের মুখোমুখি হতে হবে চেরনিশভের মহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। সেজন্য আজ থেকেই জোরকদমে অনুশীলন শুরু করে দিয়েছে লাল-হলুদের রিজার্ভ দল। নিজেদের ঘরের মাঠেই আজ অনুশীলন করতে দেখা যায় রিজার্ভ দলের ফুটবলারদের। তবে সেখানে সিনিয়র দলের কোনো ফুটবলারদের যেমন দেখা যায়নি ঠিক তেমনভাবে দেখা যায়নি তুহিন দাস থেকে শুরু করে জেসিন টিকে ও আমন সিকের মতো জুনিয়র তারকাদের।

অন্যদিকে, আজ থেকে নিজেদের সুপার সিক্স অভিযান শুরু করেছে মহামেডান স্পোর্টিং ক্লাব। আজ খিদিরপুর দলের বিপক্ষে খেলছে সাদা-কালো ব্রিগেড। তবে এই ম্যাচকে মূলত চ্যারিটি ম্যাচ হিসেবেই দেখছেন সকলে। আসলে এই ম্যাচের টিকিট থেকে যে অর্থ সংগ্রহ হবে তা দান করা হবে প্রয়াত সমর্থক সিরাজউদ্দিনের পরিবারের হাতে।