আসন্ন এশিয়ান গেমসের (Asian Games) কথা মাথায় রেখে বেশ কয়েকদিন আগেই দল ঘোষণা করেছে ফেডারেশন। যেখানে স্থান পয়েছে মোট ১৭ জন ফুটবলার। তবে এক্ষেত্রে জাতীয় দলের একাধিক সক্রিয় মুখকে রাখার কথা শোনা গেলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। আসলে এই এশিয়ান গেমসে মূলত অনূর্ধ্ব ২৩ ফুটবলারদের খেলানোর কথা থাকলেও তিনজন করে সিনিয়র ফুটবলার খেলাতে পারে প্রত্যেকটি দেশ। সেই কথা মাথায় রেখে সুনীল ছেত্রীর পাশাপাশি সন্দেশ ঝিঙ্গান ও গুরপ্রীত সিং সান্ধুর নাম প্রথম দিকে উঠে আসলেও তাদের ছাড়তে রাজি হয়নি ক্লাব গুলি।
যারফলে, ভারতীয় ফুটবল ফেডারেশনের সাথে ক্লাব গুলির বিবাদ দেখা দেওয়ায় ফলে নাওরেম মহেশ সিং থেকে শুরু করে আশিষ রাই, আনোয়ার আলির মতো ফুটবলারদের যুক্ত করা সম্ভব হয়নি এই স্কোয়াডে। যা নিয়ে কিছুদিন আগেই ক্ষোভ উগড়ে দিয়েছিলেন ভারতীয় দলের হেডকোচ ইগর স্টিমাচ। তবে সময় যতো এগিয়েছে একের পর এক ফুটবলারদের দলের সঙ্গে যুক্ত করেছে এআইএফএফ। গতকাল এশিয়ান গেমসের স্কোয়াডের সঙ্গে যুক্ত হয়েছেন দীপক টাংরি ও লিস্টন কোলাসোর মতো ফুটবলার।
এবার আর দীর্ঘ হল সেই তালিকা। ঘন্টাকয়েক আগেই আর একাধিক ফুটবলারদেরকে এই স্কোয়াডে যুক্ত করার প্রসঙ্গে জানা গিয়েছে। এক্ষেত্রে রয়েছে লাল-হলুদ তারকা লালচুংনুঙ্গা থেকে শুরু করে সন্দেশ ঝিঙ্গান ও চিঙ্গেলসানা সিংয়ের নাম। তাদের আবির্ভাবে দলযে আরও শক্তিশালী হয়ে উঠবে তা কিন্তু বলাই চলে।