কলকাতা ময়দানের তিন প্রধানের প্রতিনিধিদের নিয়ে স্পেনে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সঙ্গে সৌরভ গাঙ্গুলি। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মুখ্যমন্ত্রীর বক্তব্য পেশ করার একটি ভিডিও ফুটবল প্রেমীদের মধ্যে জনপ্রিয় হতে শুরু করছিল। ভাইরাল হতে শুরু করা সেই ভিডিওতে মমতাকে বলতে শোনা গিয়েছে, কলকাতায় হবে লা লিগা অ্যাকাডেমি।
আগে আই লীগ এবং এখন ইন্ডিয়ান সুপার লীগের সৌজন্যে ভারতের সঙ্গে তৈরি হয়েছে স্পেনের যোগসূত্র। ইন্ডিয়ান সুপার লীগের জন্মলগ্ন থেকে যুক্ত হয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদের নাম। সে দেশের নামকরা ফুটবলার, কোচ এসেছেন এবং এখনও কেউ কেউ যুক্ত রয়েছেন বিভিন্ন ক্লাবের সঙ্গে। ভারতীয় ফুটবল সম্পর্কে মোটামুটি ধারণা রয়েছে স্প্যানিশ ফুটবল মহলে। সে দেশের ফুটবল বোদ্ধারা জানেন যে ভারতে যেমন প্রতিভার অভাব নেই, তেমনই ভারতীয় বাজারের আয়তন উপেক্ষা করা কঠিন। চুক্তি সইয়ের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেছেন, “বেঙ্গল মিনস বিজনেস”।
This afternoon I had the pleasure of welcoming the Chief Minister of West Bengal, Mamata Banerjee @MamataOfficial, to Madrid. West Bengal is a state with one of the strongest football traditions in India. Together we will work to further boost football in the region through the… pic.twitter.com/mwSCv8mh1m
— Javier Tebas Medrano (@Tebasjavier) September 14, 2023
লা লিগা প্রেসিডেন্ট হ্যাভিয়ের টেবাসের উপস্থিতিতে মমতা ব্যানার্জি বলেছেন, “আপনারা কলকাতায় আসুন। জমি নিয়ে কোনও চিন্তা করবেন না। কোনও কিছু নিয়েই আপনাদের চিন্তা করতে হবে না। সরকার সব রকম সাহায্য করবে। আমাদের শুধু একটাই চাওয়া। যেভাবে আপনারা মেসি-রোনাল্ডো তৈরি করেছেন, তেমনই কলকাতার ছেলেদের মধ্যে থেকেও মেসি, রোনাল্ডো গড়ে তুলুন। ওরা সত্যিই ফুটবল ভালবাসে।”
🚨💣 West Bengal CM, Mamata Bannerjee announced that La Liga will open an Football Academy in West Bengal.
Massive news for Indian Football 🔥pic.twitter.com/GYV4sGIzWb
— Mohun Bagan Hub (@MohunBaganHub) September 14, 2023
সৌরভ গাঙ্গুলিও এদিনের এই চুক্তির ব্যাপারে বেশ উৎসাহী ছিলেন। অনুষ্ঠান মঞ্চে নিজে থেকে বক্তব্য রেখেছেন। হ্যাভিয়ের টেবাসের কাছে তার আবেদন, অ্যাকাডেমি থেকে উঠে আসা তরুণ ফুটবলাররা যেন প্রথম ডিভিশন খেলার সুযোগ পায়।