Coochbehar: তিহার জেলে বন্দি কেষ্ট, রাজ্যে গরু পাচার চলছেই

দ্রুত গতিতে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে সাদা চার চাকার গাড়ি। ঘটনাস্থলে স্থানীয়রা যেতেই চমকে উঠলেন। গাড়ির ভিতরে গরু। একটা-দুটো নয় পাঁচটি গরু। ব্যাপারটা বুঝতে বাকি…

cow smuggling

short-samachar

দ্রুত গতিতে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে সাদা চার চাকার গাড়ি। ঘটনাস্থলে স্থানীয়রা যেতেই চমকে উঠলেন। গাড়ির ভিতরে গরু। একটা-দুটো নয় পাঁচটি গরু। ব্যাপারটা বুঝতে বাকি থাকেনি কারোর। পাচারের জন্য নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি।কোচবিহারের (Coochbehar) বক্সিরহাট থানার তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের মহিষকুচি-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বাকলা বাজার এলাকার ঘটনা।

   

বুধবার রাতে চার চাকার একটি ব্যক্তিগত গাড়িতে করে গরু পাচার করা হচ্ছিল। সেই সময় আচমকাই দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। এলাকাবাসী গরুর বাছুর উদ্ধার করেছে। উত্তেজিত জনতার রোষের মুখে পড়ে গাড়িটি। গরু পাচারের গাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। উল্টে দেওয়া হয় গাড়িটি। বক্সিরহাট থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় এক ব্যক্তি বলেন, “গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে তা শুনেছিলাম। তারপর শুনলাম ভিতরে গরু রাখা। গরু চোর ধরা পড়েছে শুনে দেখতে এসেছি। তারপর দেখি পুলিশ এসেছে।”

প্রসঙ্গত, গরু পাচার নিয়ে এ রাজ্যে ইডি-সিবিআই তদন্ত শুরু হয়েছে আগেই। নাম জড়িয়েছে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের। বর্তমানে তিহার জেলেই দিন কাটাচ্ছেন তিনি। শুধু অনুব্রত নয়, তার মেয়ে সুকন্যাও গ্রেফতার হয়েছেন। তবে এত কিছুর পরও সীমান্ত দিয়ে অব্যাহত গরু পাচার। গরু পাচার মামলা চললেও, এখনও থামেনি সেই কাজ। ইডি সিবিআইয়ের জেরার মাঝে এই ঘটনা ফের আলোড়ন ফেলে দিল রাজ্য রাজনীতিতে।