এবারের কলকাতা লিগের পাশাপাশি আইলিগে চ্যাম্পিয়নশিপের দৌড়ে থাকতে চায় মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। সেইমতো বহু আগে থেকেই দল গঠনের কাজ শুরু করে দেওয়া হয় ম্যানেজমেন্টের তরফ থেকে। এক্ষেত্রে তৎকালীন কোচ মেহরাজউদ্দিন ওয়াডুর নেতৃত্বে বিদেশি ফুটবলারদের পাশাপাশি একাধিক দেশিয় তারকা বাছাইয়ের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্ব দেয় সাদা-কালো শিবির।
টিমকে নতুন করে ঢেলে সাজানোর লক্ষ্যে গত কয়েকমাস আগে বহু ফুটবলারকে রিলিজ করে দেয় সাদা-কালো শিবির। তাদের বদলে দলে আসে আর্জেন্টাইন তারকা অ্যালেক্সিস গোমেজ থেকে শুরু করে ঘানার তারকা ফুটবলার প্রিন্স ওপোকুকের মতো আইলিগ কাঁপানো তারকা। পাশাপাশি রিয়াল কাশ্মীর দলের প্রাক্তন লামিনে মোরোকে ও আনে রেড রোডের এই ফুটবল ক্লাব।
বলাবাহুল্য, এই নয়া ফুটবলারদের হাত ধরেই আইলিগ জয়ের স্বপ্ন দেখছে মহামেডান স্পোর্টিং ক্লাব। তবে শুধু বিদেশি নয়, দেশিয় ফুটবলার নির্বাচনের ক্ষেত্রে ও চমক দেওয়া হয় মহামেডান ম্যানেজমেন্টের তরফ থেকে। গত কয়েকদিন আগেই ময়দানের আরেক প্রধান তথা লাল-হলুদ দলের এক তারকা ফুটবলার আঙ্গুসানাকে দলে টেনে নেয় তারা। সেইসাথে দলের সঙ্গে যুক্ত করা হয় তরুণ গোলরক্ষক জেটলি সোরোখাইবামকে। এছাড়াও ডালহৌসি ক্লাব থেকে আনা হয় তরুণ গোলরক্ষক আকিব শেখকে।
তবে চমক সেখানেই শেষ নয়। নয়া ফুটবল মরশুমের কথা মাথায় রেখে দলের আক্রমণভাগে শক্তি বাড়ানোর লক্ষ্যে এবার হন্ডুরাসের জাতীয় দলের এক তারকাকে দলে টানে মহামেডান স্পোর্টিং ক্লাব। তিনি এডি হার্নান্দেজ। প্রায় ৩০০টি ম্যাচ খেলার পাশাপাশি ক্যারিয়ারে মোট ১২০ টি গোল করার রেকর্ড রয়েছে এই তারকার।
তবে শুধু হন্ডুরাস নয়, ইরানের প্রথম ডিভিশন লিগ খেলার পাশাপাশি চীন ও ম্যাক্সিকোর দ্বিতীয় ডিভিশন লিগে ও খেলার অভিজ্ঞতা রয়েছে এডির। এছাড়াও কাজাখস্তান ও কলম্বিয়ান লিগেও খেলেছেন এই তারকা। শেষ মরশুমে মোটাগুয়ার হয়ে খেললেও এবারের এই নতুন মরশুমে ভারতের মাটিতে খেলতে আসছেন এই তারকা। যাকে নিয়ে আশাবাদী সাদা-কালো ব্রিগেড।