Calcutta Football League: কল্যাণীতে খেলতে নারাজ মহামেডান, ধোঁয়াশায় কলকাতা ডার্বি

রবিবার পিয়ারলেস ফুটবল ক্লাবকে পরাজিত করেছে মোহনবাগান সুপারজায়ান্টস। যারফলে, প্রিমিয়ার ডিভিশন লিগে (Calcutta Football League) সুপার সিক্সে যাওয়ার সম্ভাবনা এখনো রয়েছে তাদের কাছে।

Mohammedan SC Set to Take on Jamshedpur FC in Exciting Durand Cup Clash

রবিবার পিয়ারলেস ফুটবল ক্লাবকে পরাজিত করেছে মোহনবাগান সুপারজায়ান্টস। যারফলে, প্রিমিয়ার ডিভিশন লিগে (Calcutta Football League) সুপার সিক্সে যাওয়ার সম্ভাবনা এখনো রয়েছে তাদের কাছে। বর্তমানে গ্রুপ পর্বের আর মাত্র দুটি ম্যাচ রয়েছে তাদের হাতে। যার মধ্যে একটি খেলতে হবে ডায়মন্ডহারবার এফসির সঙ্গে ও অন্যটি আরেক প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে।

Advertisements

এবার তাদের প্রতিপক্ষ মহামেডান স্পোর্টিং ক্লাব। এক কথায় বলতে গেলে আরেক ডার্বির সাক্ষী থাকতে চলেছে কলকাতা ময়দান। যেটি অনুষ্ঠিত হওয়ার কথা আগামী ১৪ ই সেপ্টেম্বর। কল্যানীতে। সেই নিয়ে এখন থেকেই প্রবল উন্মাদনা দেখা দিয়েছে সমর্থকদের মধ্যে।

   

তবে এসবের মাঝেই এবার উঠে আসলো নয়া তথ্য। বিশেষ সূত্র মারফত খবর, আগামী ১৪ তারিখ নাকি কল্যানী স্টেডিয়ামের মাঠে খেলবে না মহামেডান দল। সেই মর্মে ঘন্টাকয়েক আগেই নাকি বিশেষ বিবৃতি জারি করা হয়েছে ক্লাবের তরফ থেকে। পাশাপাশি ম্যাচ না খেলার কথা উল্লেখ করে তাদের তরফ থেকে বিশেষ চিঠি ও নাকি পাঠানো হয়েছে বঙ্গীয় ফুটবল সংস্থার কাছে। যদিও সেই নিয়ে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি আইএফএ’র তরফ থেকে। তবে বর্তমানে যা পরিস্থিতি তাতে আদৌ ১৪ তারিখ ডার্বি হবে কিনা এখন সেটাই বড় প্রশ্ন।

Advertisements

উল্লেখ্য, এবারের এই ফুটবল লিগের শুরু থেকেই যথেষ্ট ছন্দে রয়েছে সাদা-কালো ও সবুজ-মেরুন ব্রিগেড। জয় দিয়ে দুই ক্লাব যে জয়যাত্রা শুরু করেছিল তা বর্তমানে এগিয়েছে অনেকদূর। মাঝে উভয়েই একটি করে ম্যাচে হারের সম্মুখীন হলেও ফের ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে দুই প্রধান। তাই এই ম্যাচ যে যথেষ্ট উত্তেজনাপূর্ণ হতে চলেছে তা কিন্তু বলাই চলে।