কাতারে হওয়া ফিফা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আসন্ন আরও একটি বিশ্বকাপের আগে নিজেদের ফর্ম বজায় রেখেছে। গত বিশ্বকাপে যে মসিহা তাদের চ্যাম্পিয়ন করেছিল, সেই লিওনেল মেসি আবারও দলের ত্রাতা। ফ্রি কিক থেকে চমৎকার গোল করে বিশ্বকাপ বাছাইপর্ব (FIFA 2026 World Cup qualifiers) শুরু করলেন তিনি। মেসির বাঁক খায়ানো ফ্রি কিকের সৌজন্যে ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।
২০২৩ কাতার বিশ্বকাপে পরাজয় দিয়ে শুরু করেছিল আর্জেন্টিনা। পরাজয় হয়েছিল সৌদি আরবের বিপক্ষে। কিন্তু পরে টানা পরপর ম্যাচ জয়ের মাধ্যমে বিশ্বকাপ শিরোপা উত্তোলন করেন লিওনেল মেসি ও তার দল। নিজেদের দেশে ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে জয় পেয়েছে আর্জেন্টিনা। ত্রাণকর্তা লিওনেল মেসি। তিনি না থাকলে ইকুয়েডরের বিরুদ্ধে এই ম্যাচে আরও সমস্যায় পড়তে পারতো দল। বস্তুত মেসিকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে ম্যাচ।
Leo Messi’s goal from this angle is INSANE 😍 #Messi𓃵 #ArgentinavsEcuador pic.twitter.com/PqsNSkLvtv
— 𝘈 (@ItsAayan_69) September 8, 2023
আগামী বিশ্বকাপে না খেলার কথা ঘোষণা করেছিলেন লিও মেসি। তবে এই সিদ্ধান্ত যে কোনো সময় বদল হতে পারে বলে অনেকের অনুমান। কিন্তু আর্জেন্টিনার যে মেসির বিকল্প দরকার তাতে কোনো সন্দেহ নেই। ম্যাচে এগিয়ে ছিল ইকুয়েডর। তফাৎ গড়ে দিয়েছেন লিও। মেসির মতো খেলোয়াড়কে কোনো দলই যে এত ভালো ফর্মে অবস্থায় ধরে রাখতে পারবে না সেটা আবারও প্রমাণিত হল এদিনের ম্যাচে।
৭৮ তম মিনিটে ফ্রি কিকে দারুণ এক গোল করে আর্জেন্টিনাকে জয় নিশ্চিত করেন মেসি। বলটি ইকুয়েডরের সাজানো ওয়ালের ওপর দিয়ে বাঁক খেয়ে, গোলরক্ষককে হতবাক করে জালে জড়িয়ে যায়। আমেরিকান ক্লাব ইন্টার মিয়ামির হয়ে দুর্দান্ত ফর্মে থাকা মেসি জাতীয় দলের হয়ে সেই ধারা অব্যাহত রেখেছেন। আর্জেন্টিনার জার্সিতে ১৬৭তম ম্যাচে এটি মেসির ১০৪ তম গোল।
প্রথম একাদশ:
আর্জেন্টিনা: এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক), মোলিনা, রোমেরো, ওটামেন্ডি, তাগলিয়াফিকো, ডি পল, ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, গঞ্জালেজ।
ইকুয়েডর: গালিন্দেজ (গোলরক্ষক), আরবোলেদা, তোরেস, পাচো, হুরতাদো, সিফুয়েন্তেস, গ্রুসো, কাইসেদো, এস্তুপিনান, প্লাতা, ভ্যালেন্সিয়া।
আর্জেন্টিনার পরবর্তী কোয়ালিফাইং ম্যাচ ১৩ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে, দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বে। একই দিনে ইকুয়েডরের মুখোমুখি হবে উরুগুয়ে।