পয়লা বৈশাখের দিনটি পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) হিসেবে পালন ও রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘বাংলার মাটি বাংলার জল’ গানটিকে রাজ্য সঙ্গীত করা হোক, এই দুটি বিষয় নিয়ে আজ প্রস্তাব আনছে রাজ্য সরকার। আলোচনায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী মমতা এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
পশ্চিমবঙ্গ দিবস পালনের জন্য বিধানসভা অধিবশনের দ্বিতীয়ার্ধে এই প্রস্তাব আসছে। বিধানসভার ১৬৯ নম্বর ধারা অনুযায়ী প্রস্তাব আনছে সরকার পক্ষ। এই প্রস্তাব তুলবেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সহ ১১ জন মন্ত্রী। বিধানসভায় এই প্রস্তাব নিয়ে আলোচনা হবে এবং সেখানে অংশগ্রহণ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি পয়লা বৈশাখ পশ্তিমবঙ্গ দিবস পালনের বিরোধী। ফলে প্রস্তাব পাশ করানো নিয়ে ভোটাভুটির সম্ভাবনা আছে। আবার বিরোধীপক্ষ অধিবেশন ত্যাগ করতে পারে এমন সম্ভাবনা আছে।যেহেতু তৃণমূল কংগ্রেস সরকার সংখ্যাগরিষ্ঠ ফলে এই আলোচনার পরে ‘বাংলার মাটি বাংলার জল’ রাজ্যসঙ্গীতের মর্যাদা পাওয়া এবং পহেলা বৈশাখের দিনটি রাজ্য দিবস হিসেবে চিহ্নিত হতে চলছে।
এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে একটি সর্বদলীয় বৈঠক ডেকেছিল। সেই বৈঠকে তিনি সবার মতামত চেয়েছিলেন। যদিও সেই বৈঠকে বিজেপি, আইএসএফ অংশ নেয়নি। বিধানসভায় সদস্য না থাকলেও সিপিআইএম, কংগ্রেসকে বৈঠকে ডাকা হয়। তবে তারাও অংশগ্রহণ করেনি। বৈঠকে অংশ নেয় এসইউসিআই, লিবারেশন