গতকাল ডুরান্ড কাপের ফাইনালে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) দলকে ট্রফি জয় করে মোহনবাগান সুপারজায়ান্টস। যারফলে, এই নিয়ে মোট ১৭ বার ডুরান্ড চ্যাম্পিয়ন হল কলকাতার এই প্রধান। এবারের এই টুর্নামেন্টের শুরুটা খুব একটা ভালো না হলেও গ্রুপ রানার্স হয়ে পরবর্তীতে নিজেদের ফর্মে ফিরে আসে মোহনবাগান।
তবে কোয়ার্টার ফাইনাল থেকে শুরু করে সেমিফাইনালে তাদের পক্ষে রেফারির একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত দেখা দিলেও শেষ পর্যন্ত ফাইনাল ম্যাচে ইমামি ইস্টবেঙ্গল দলকে দশজনে হারিয়ে খেতাব জয় করে গঙ্গা পাড়ের এই ক্লাব। যা নিয়ে মাতোয়ারা আপামর সবুজ-মেরুন জনতা। এসবের মাঝেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে পড়শি ক্লাবকে এক হাত নিলেন বাগান সচিব দেবাশীষ দত্ত।
জয়ের পর তিনি বলেন, “একটা ম্যাচ জিতে অনেকে ভাবে যে তারা টুর্নামেন্ট জয় করে ফেলেছে। তবে সেটা যে কতটা অসত্য তা আজ প্রমাণ হয়েছে। আর কেউ কেউ প্রেস কনফারেন্স করে উল্টোপাল্টা কথা বলে। রেফারি কাদের পক্ষে কিংবা কাদের বিপক্ষে সেইসব বলে বেড়ায়। তবে আমরা আজ আধঘণ্টা দশজনে খেলেছি। রেড কার্ড দেখেছি। আসলে ভগবান যেন প্রমাণ করালো ওদের গালে থাপ্পড় মেরে যে এগারো জন নয়। ওদের হারাতে আমাদের দশজনই যথেষ্ট।”
অন্যদিকে, ফাইনাল হেরে বিষন্নতার ছায়া লাল-হলুদ শিবিরে। এবারের এই ডুরান্ড কাপ থেকে শিক্ষা নিয়েই নিজেদের মেলে ধরতে মরিয়া লাল-হলুদ ব্রিগেড। এবার হিরো আইএসএলকে পাখির চোখ কুয়াদ্রাতের।