চমকে দেওয়ার মতো মোহন বাগান সুপার জায়ান্টের স্টার্টিং লাইন আপ। একাধিক পরিবর্তন করা হয়েছে দলে। সবুজ মেরুনের প্রথম একাদশ দেখে সমর্থকদের অনেকেই বিস্মিত। প্রতিপক্ষ ইস্টবেঙ্গল কি আঁচ করতে পেরেছিল মোহন বাগান সুপার জায়ান্ট তাদের প্রথম একাদশে এরকম চমক দেবে?
ডার্বি শুধু মাঠের খেলা নয়, মাঠের বাইরের খেলাও। লাগাতার চলে মনস্তাত্বিক লড়াই। যে দলের নার্ভ শক্ত, ডার্বি তার। ময়দানে এই কথা মাঝে মধ্যে শোনা যায়। প্রথমে একাদশে মোহন বাগান সুপার জায়ান্ট এই বদল করবে সেটা হয়তো অনেকেই অনুমান করতে পারেননি। প্রথম একাদশের বাইরে রাখা হয়েছে স্কোয়াডের সবথেকে দামী ফুটবলার জেসন কামিন্সকে ছাড়াই এদিন কিক অফ করবে সবুজ মেরুন ব্রিগেড।
ধারাবাহিকভাবে গোলের মধ্যে রয়েছেন জেসন কামিন্স। কলকাতায় আসার পর থেকে মোহন জনতার নয়নের মণি হয়ে উঠেছেন তিনি। Durand Cup সেমিফাইনালে জরুরি গোল করেছিলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ খেলা এই ফুটবলার। সেই তাকেই রাখা হয়নি প্রথম একাদশে। আক্রমণভাগে রয়েছেন দিমি পেত্রতস, আর্মন্দ সাদিকু, হুগো বুমোসরা।
🚨 TEAM NEWS 🚨
Your Starting XI for the Durand Cup Final 🙌🏻💚♥️#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/ZLhpFW7Xaf
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) September 3, 2023
এদিনের ম্যাচেও প্রথম একাদশে জায়গা পাননি মনভীর সিং। ইনিও গোল পেয়েছিলেন সম্প্রতি। রক্ষণে রয়েছেন আনোয়ার আলি, হেক্টর ইয়স্তে জুটি। মাঝমাঠে রক্ষণ ভাগের সামনে গুরু দায়িত্ব পালন করবেন অনীরুধ থাপা। গত কয়েক ম্যাচে মাঠের বাইরে ছিলেন সাদিকু। পরে নেমে গোল করেছিলেন। আজ তিনি প্রথম একাদশে, বাইরে জেসন কামিন্স।