Weather: ধেয়ে আসছে মেঘ, বজ্রপাত সহ বৃষ্টির সতর্কতা

Weather:বজ্রপাত সহ বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। একমাস যাবৎ বৃষ্টির ফলে ভেসেছে গোটা উত্তরবঙ্গ। তবে এবার আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির জলে ভাসতে…

rain-west-bengal-girl

Weather:বজ্রপাত সহ বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। একমাস যাবৎ বৃষ্টির ফলে ভেসেছে গোটা উত্তরবঙ্গ। তবে এবার আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির জলে ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ। জানা গিয়েছে, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। এর পাশাপাশি উত্তরবঙ্গে বিস্তৃত রয়েছে একটি মৌসুমী অক্ষরেখা।

Advertisements

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আজ অর্থাৎ শনিবার উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং পূর্ব বর্ধমানে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।অন্যদিকে কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় রয়েছে হালকা বৃষ্টির পূর্বাভাস। আগামী দুদিন অর্থাৎ শনি ও রবি দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

Advertisements
   

আজ থেকে শুরু হবে এক বড় দুর্যোগ। শহর কলকাতা ও তার আশেপাশের জেলাগুলিতে আগামী ১ সেপ্টেম্বর থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ। শনিবার অর্থাৎ আজ দক্ষিণের জেলায় বজ্রপাত সহ বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। শনিবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যা মঙ্গলবার নিম্নচাপে পরিণত হতে পারে। আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশ এলাকায় অবস্থান করছে। আজ তা সক্রিয় হয়ে দক্ষিণবঙ্গের দিকে এগিয়ে আসবে। যার জেরে দক্ষিণে বৃষ্টির পরিমাণ বাড়বে।