Jalpaiguri: মমতার সাথে ‘INDIA’ বৈঠক, ধূপগুড়িতে কানাকানি প্রচার বাম এখন তৃণমূলের পাশেই!

ভাদ্রের প্যাচপেচে গরম জলপাইগুড়িতে অনুভব হচ্ছে। তার সাথে গলার শির ফুলিয়ে বাম মিছিল থেকে তৃণমূল ও বিজেপিকে পরাস্ত করার স্লোগান যারা দিচ্ছেন তারাই প্রশ্ন তুলছেন…

Dhupguri CPIM Jalpaiguri: মমতার সাথে 'INDIA' বৈঠক, ধূপগুড়িতে কানাকানি প্রচার বাম এখন তৃণমূলের পাশেই!

ভাদ্রের প্যাচপেচে গরম জলপাইগুড়িতে অনুভব হচ্ছে। তার সাথে গলার শির ফুলিয়ে বাম মিছিল থেকে তৃণমূল ও বিজেপিকে পরাস্ত করার স্লোগান যারা দিচ্ছেন তারাই প্রশ্ন তুলছেন কীভাবে ভোটারদের বোঝাব আমরা মমতার বিরোধী! “ওই INDIA বৈঠকটাই যত নষ্টের গোড়া। কর্মীদের বোঝাতে গিয়ে কাল ঘাম ছুটে যাচ্ছে।” জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচনের পরিস্থিতিটা এমন সিপিআইএম ঘেঁটে ঘ। লাগাতার পার্টি ক্লাস করে এসেও ইন্ডিয়া জোট আলোচনার ছবিগুলো তাড়া করছে বাম শিবিরকে। কংগ্রেস নীরব। যদিও এই আসনে তারা বাম প্রার্থীকে সমর্থন করছে। প্রচারে একসাথে একমঞ্চে থাকবেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। আগামী মঙ্গলবার হবে উপনির্বাচন।

গত বিধানসভা ভোটে ধূপগুড়ি দখল করে বিজেপি। বিধায়কের মৃত্যুর কারণে হচ্ছে উপনির্বাচন। তীব্র গোষ্ঠিবাজিতে জর্জরিত বিজেপি। সেকথা দলটির জেলা নেতারা স্বীকার করে নিচ্ছেন। তৃণমূল ও বিজেপি বিরোধী ভোটার বাম শিবিরে ঢুকলে ধূপগুড়িতে চমকদার ফল হতে পারে বলেই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। তবে বাম শিবিরে ঘুরছে INDIA জোটে তৃণমূল, কংগ্রেস ও সিপিআইএমের একসাথে বৈঠক। বাম ভোটাররাও এতে বিভ্রান্ত বলে এলাকার নেতারা বলছেন।

   

এদিকে ধূপগুড়িকে নিজেদের অনুকূলে আনতে মরিয়া তৃ়নমূল। প্রকাশ্য রাজনৈতিক প্রচারের পাশাপাশি কানাকানি চলছে, বাম তো এখন তৃণমূলের সাথেই। বিজেপির পক্ষে এমন প্রচার চলছে বলেই জানাচ্ছেন বাম নেতারা। রাজ্যে সর্বশেষ উপনির্বাচনের মুর্শিদাবাদের সাগরদিঘির ফলাফলে কংগ্রেস ও বাম জোট জয়ী হয়েছিল। শাসকপক্ষ তৃণমূলের এই পরাজয়কে সাগরদিঘি মডেল বলে প্রচার ছিল তু়ঙ্গে। পরে জয়ী প্রার্থী তৃণমূলে যোগ দেন। সাগরদিঘি মডেল এখন আর মুখেও আনছেন না বাম ও কংগ্রেস সমর্থকরা। তাদের আশা ধূপগুড়ি নিয়ে। তবে এলাকার বাম ভোটাররা বিভ্রান্ত ইন্ডিয়া জোট নিয়ে। সেখানে এক মঞ্চে তৃণমূলের পাশেই বাম দলগুলিকে দেখা যাচ্ছে।