Gold Shop Dacoity: রানাঘাট ডাকাতি কাণ্ডে গ্রেফতার শার্প শুটার কুন্দন

রানাঘাটে ডাকাতির ঘটনায় গ্রেফতার হল এক। বিহারের বাসিন্দা শার্প শুটার কুন্দন কুমারকে পুলিশ গ্রেফতার করল রানাঘাটে ডাকাতির ঘটনায়। শার্প শুটার কুন্দন কুমার শক্তিগড়ে রাজু ঝা…

Gold Shop Dacoity: রানাঘাট ডাকাতি কাণ্ডে গ্রেফতার শার্প শুটার কুন্দন

রানাঘাটে ডাকাতির ঘটনায় গ্রেফতার হল এক। বিহারের বাসিন্দা শার্প শুটার কুন্দন কুমারকে পুলিশ গ্রেফতার করল রানাঘাটে ডাকাতির ঘটনায়। শার্প শুটার কুন্দন কুমার শক্তিগড়ে রাজু ঝা খুনেও অভিযুক্ত। অনেকদিন ধরেই পুলিশের নজরে ফেরার ছিল কুন্দন। রাজু ঝা খুনের ঘটনার কয়েক মাস পর রানাঘাটে ডাকাতির ঘটনাতেও কুন্দনের নাম জড়ায়। তদন্তকারীদের মতে বিহারের বিভিন্ন গ্যাংস্টার জেলে বসেই নতুন গ্যাং তৈরি করছে। এমনই এক গ্যাঙেরই সদস্য কুন্দন। বিহারের বৈশালীর বাসিন্দা কুন্দন। কুন্দনকে জেরা করে জানা গিয়েছে যে ১ এপ্রিল শক্তিগড়ে রাজু ঝা খুনেও সে যুক্ত।

রাখীর আগেরদিন মঙ্গলবার (২৯ আগস্ট) নামী সোনার দোকানে ডাকাতিতে চাঞ্চল্য ছড়ায়। অবাক করা ঘটনা হল একই সংস্থার দুই আলাদা ব্রাঞ্চে ডাকাতির ঘটনা ঘটে। ব্রাঞ্চগুলির একটি নদিয়ায় এবং আরেকটি পুরুলিয়ায়। নদিয়ায় ডাকাতি করতে আসা চার ডাকাতকে আটক করে পুলিশ। অপর দিকে, পুরুলিয়াতে পুলিশের গুলিতে আহত হয় দুই ডাকাত।

মঙ্গলবার আগ্নেয়াস্ত্র নিয়ে ৮ জনের দুষ্কৃতী দল রানাঘাটে একটি সোনার গয়নার দোকানে খদ্দের সেজে দোকানের ভিতর ঢোকে। তারপর আগ্নেয়াস্ত্র দেখিয়ে সোনার গয়না লুঠ করে তারা। দ্রুত খবর দেওয়া হয় পুলিশকে। এরপর ডাকাতের দল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে। দু’পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়। পুলিশের গুলিতে আহত হয় দুই ডাকাত। তাদের রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়ায়। রানাঘাটে ডাকাতির ঘটনায় এখনও পর্যন্ত মোট ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisements

অবাক কাণ্ড! পুরুলিয়ার ওই সংস্থার একটি সোনার গয়নার দোকানেও ডাকাতি হয়। নিরাপত্তারক্ষীদের বেঁধে রেখে এখানেও প্রায় ৮ জনের ডাকাত দল ঢোকে দোকানে। ৮ কোটি টাকার সোনা এবং হিরে নিয়ে পালিয়ে যায় তারা। এমনকী সঙ্গে করে নিয়ে ডাকাতরা পালায় সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্কও। ঘটনার পর জেলা পুলিশের পদস্থ কর্তারা সেখানে পৌঁছন। তদন্ত শুরু করে পুলিশ।