এশিয়া কাপ ২০২৩-এর প্রথম ম্যাচের দিনেই রেকর্ড ভাঙলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম (Babar Azam )। ৩০ আগস্ট মুলতান ক্রিকেট গ্রাউন্ডে নেপালের বিপক্ষে ৫০ ওভারে ৬ উইকেটে ৩৪২ রানের বিশাল স্কোর গড়ে পাকিস্তান। রানের পাহাড়ের অন্যতম স্থপতি বাবর আজম। ১৩১ বলে ১৫১ রানের বিশাল ইনিংস খেলেন তিনি। এশিয়া কাপের ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে ১৫০-এর বেশি রানের মাইলফলক স্পর্শ করলেন বাবর আজম। ২০১৪ সালে ফতুল্লায় বাংলাদেশের বিপক্ষে ১৩৬ রান করেছিলেন বিরাট কোহলি। সেই রেকর্ড ভেঙে এলিট তালিকার শীর্ষস্থানে চলে গেলেন পাক অধিনায়ক।
এশিয়া কাপের ইতিহাসে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ১৫০-এর বেশি রানের মাইলফলক স্পর্শ করলেন বাবর। ২০১২ সালে পাকিস্তানের বিপক্ষে ১৮৩ রান করে তালিকার শীর্ষে ছিলেন বিরাট কোহলি।
এশিয়া কাপের ইতিহাসে অধিনায়কদের সর্বোচ্চ স্কোর:-
• বাবর আজম (পাকিস্তান) বনাম নেপাল, ২০২৩ সাল – ১৫১ রান।
• বিরাট কোহলি (ভারত) বনাম বাংলাদেশ, ২০১৪ সাল – ১৩৬ রান।
• সৌরভ গাঙ্গুলি (ভারত) বনাম বাংলাদেশ, ২০০০ সাল – অপরাজিত ১৩৫ রান।
বাবর আজম ১০৭ বলে তার ১৯তম ওয়ানডে সেঞ্চুরি সম্পন্ন করেছেন নেপালের বিরুদ্ধে ম্যাচে। নেপালের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে কিছুটা বেকায়দায় দেখাচ্ছিল পাকিস্তানকে। পরিস্থিতি সামাল দেন বাবর। ইফতিখার আহমেদের সঙ্গে জুটি বেঁধে ২২৭ রানের পার্টনারশিপ গড়ে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানকে বিশাল স্কোরে পৌঁছে দেন তিনি। বাবর আজম ও ইফতিখার আহমেদের জুটিতে শেষ ১০ ওভারে ১২৯ রান তুলেছিল পাকিস্তান।