ছেলেদের ক্লাবে মহিলা হেড কোচ। কলকাতা ফুটবল লীগের প্রিমিয়ার ডিভিশনের ইতিহাস গড়েছেন সুজাতা কর (Sujata Kar)। পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে তার দল। ম্যাচের পর আরও ভালো ফলাফলের ব্যাপারে আত্মবিশ্বাসী সুজাতা।
ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ সুজাতা কর। লাল হলুদ শিবিরের মহিলা ব্রিগেডকে সাফল্যের চূড়ায় নিয়ে গিয়েছিলেন তিনি। পরে ক্লাবের সঙ্গে বিভিন্ন সমস্যার কারণে সরে দাঁড়িয়েছিলেন তার পদ থেকে। সুজাতা এবার নতুন ভূমিকায়। সার্দান সমিতির হেড কোচ তিনি।
বৃহস্পতিবার কলকাতা ফুটবল লীগের ম্যাচে সার্দান সমিতি ২-২ ব্যবধানে ম্যাচ শেষ করেছিল ক্যালকাটা ফুটবল ক্লাবের বিরুদ্ধে। জেতার মতো জায়গায় ছিল দল। কিন্তু গোল হজম করায় প্রশিক্ষক হিসেবে এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে সুজাতাকে। ম্যাচের পর তিনি জানিয়েছেন, ছেলেদের অতিরিক্ত আত্মবিশ্বাস পয়েন্ট হারানোর অন্যতম কারণ।
ফুটবল এখনও ছেলেদের খেলা হিসেবে অনেকের মনে গেঁথে রয়েছে। সেখান দাঁড়িয়ে একজন মেয়ে হিসেবে ছেলেদের দলের কোচ। এই প্রসঙ্গে সুজাতা কর জানিয়েছেন, ফুটবল আগে ছেলেরা শুরু করেছিল। তুলনায় মেয়েরা ফুটবল খেলা শুরু করেছে অনেক আগে। তবে এখন মেয়েরা আর পিছিয়ে নেই। তারাও বিভিন্ন ক্ষেত্রে দেখাচ্ছে যে মেয়েরাও পারে। বস্তুত সুজাতা করের অন্যতম মন্ত্র ” মেয়েরাও পারে “।