গত ফুটবল মরশুমের শুরুটা যথেষ্ট ভালো হলেও সময়ের সাথে সাথে ক্রমশ পিছিয়ে পড়তে থাকে সাদা-কালো (Mohammedan SC) ব্রিগেড। বিশেষ করে হিরো আইলিগের ক্ষেত্রে একেবারেই অফ কালার থেকেছে কলকাতার এই প্রধান। ম্যাচ যত এগিয়েছে ক্রমশ ধরাশায়ী হয়েছে দল। এই পরিস্থিতিতে নিজেদের বিদেশি কোচকে বিদায় জানিয়ে দলের প্রাক্তন তারকা ফুটবলার মেহরাজউদ্দিন ওয়াডুকে কোচ হিসেবে দায়িত্বে আনে মহামেডান স্পোর্টিং ক্লাব।
বলাবাহুল্য, তার দায়িত্ব গ্রহণের পর থেকেই আই লিগের শেষ কয়েকটি ম্যাচে প্রবলভাবে জ্বলে উঠেছিল সাদা-কালো ব্রিগেড। চূড়ান্ত সাফল্য অনেক দূরে থাকলেও যথেষ্ট ভালো পারফরম্যান্স করে নিজেদের অভিযান শেষ করেছিল দলের ফুটবলাররা।
পরবর্তীতে বহু আসা নিয়ে সুপার কাপের মূলপর্বে পৌঁছানোর জন্য লড়াই শুরু করলেও গোকুলাম কেরালার কাছে ধরাশায়ী হয়ে মরশুম শেষ করতে হয় ব্ল্যাক প্যান্থার্সদের। এবারের এই নতুন মরশুমে সেই পুরোনো দাপট বজায় রেখেই প্রিমিয়ার ডিভিশন লিগ শুরু করে সাদা-কালো শিবির। মাঝে দলের পুরোনো কোচ কিবু ভিকুনার ডায়মন্ডহারবার এফসির কাছে পরাজিত হতে হলেও পরবর্তীতে ফের ঘুরে দাঁড়ায় ময়দানের এই ফুটবল দল।
পাশাপাশি বহু আশা নিয়ে ডুরান্ড কাপ শুরু করলেও প্রথমেই শক্তিশালী মুম্বাই সিটির কাছে পরাজিত হতে হয় তাদের। তবে দ্বিতীয় ম্যাচে ইন্ডিয়ান এয়ারফোর্স দলকে হারিয়ে জয়ের সরনীতে ফেরে মহামেডান। কিন্তু কোয়ার্টার ফাইনালে পৌঁছতে হলে জামশেদপুর এফসির বিপক্ষে ৮ গোলে জয় পেতে হত তাদের। অনেক চেষ্টা করে শেষ পর্যন্ত ৬ গোলে সেই ম্যাচ জেতে দীপু- উইলিয়ামরা। যারফলে, আর শেষ রক্ষা করা সম্ভব হয়নি তাদের পক্ষে।
এসবের মাঝেই এবার বড়সড় ধাক্কা। গতকাল রাতেই ক্লাব ও ম্যানেজমেন্টের সিদ্ধান্ত মেনে দলের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় কোচ মেহরাজউদ্দিন ওয়াডুকে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছিল, যে কার হাতে উঠবে দলের দায়িত্ব? তা এখনো অবধি চূড়ান্ত না হলেও বর্তমানে সময়ে দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করবেন শাহিদ রমন। অর্থাৎ আজ তার তত্ত্বাবধানেই মাঠে নামতে চলেছে সাদা-কালো দল।