Weather: গোধূলি লগ্নে চাঁদের সাথে শুভদৃষ্টি, আজ আকাশের মুখভার

Weather: কলকাতা-দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বদল হবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে সকাল থেকেই রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি। উত্তরবঙ্গে এদিন বৃষ্টির পরিমাণ বাড়বে। কোথাও অতিভারী আবার…

Lightning in South Bengal - Spectacular natural phenomenon

Weather: কলকাতা-দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বদল হবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে সকাল থেকেই রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি। উত্তরবঙ্গে এদিন বৃষ্টির পরিমাণ বাড়বে। কোথাও অতিভারী আবার কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন দক্ষিণবঙ্গের জেলাগুলির কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে।

   

উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণে কমলা সর্তকতা জারি করা হয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় ভারী বৃ্ষ্টি হতে পারে। আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় অতিভারী বৃষ্টি হতে পারে। এছাড়া দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর, মালদহে হতে পারে ভারী বৃষ্টি।

আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে মেঘাচ্ছন্ন থাকবে। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯১ শতাংশ, সর্বনিম্ন ৭৬ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়নি।