গত তিনটি মরশুমের পর কলকাতা লিগে (Calcutta League) অংশ নিয়েছে ময়দানের দুই প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ও মোহনবাগান সুপারজায়ান্টস। এক্ষেত্রে নিজেদের সিনিয়র দলের পরিবর্তে জুনিয়র দল নামালেও সমর্থকদের মধ্যে উন্মাদনা থেকে গিয়েছে সেই আগের মতোই।
তবে এবারের এই প্রিমিয়ার ডিভিশন লিগের সূচনাটা খুব একটা ভালো হয়নি লাল-হলুদের পক্ষে। প্রথম ম্যাচেই রেনবো এফসির কাছে গোলশূন্য ফলাফলে আটকে গিয়েছিল দল। তবে পরের ম্যাচে ওয়েস্টবেঙ্গল পুলিশ দলের বিপক্ষে খুব সহজেই জয় তুলে নেয় বিনো জর্জের ছেলেরা। তারপর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি তাদের।
রেলওয়ে এফসি থেকে শুরু করে খিদিরপুর ক্লাব হোক কিংবা উয়ারী অ্যাথলেটিকস। সবার বিপক্ষেই সহজ জয় তুলে নিতে থাকে বিনো জর্জের ছেলেরা। মাঝখানে শক্তিশালী ভবানীপুর দলের কাছে এক গোলে পিছিয়ে থেকে ম্যাচ ড্র করলেও পরের ম্যাচে ফের ঘুরে দাঁড়ায় দল। এমনকি শেষ ম্যাচে পুলিশ অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে ও বড় ব্যবধানে জয় তুলে নেয় ময়দানের এই ক্লাব। যা দেখে খুশি সকলেই। তবে সময় এগোনোর সাথে সাথে যথেষ্ট কঠিন হতে চলেছে এবারের লড়াই। আগামী ১৯ তারিখ নিজেদের পরবর্তী ম্যাচ খেলতে নামবে কোচ বিনো জর্জের লাল-হলুদ জুনিয়র দল।
প্রতিপক্ষ, তাদের পড়শি ক্লাব এরিয়ান। উল্লেখ্য, কলকাতা ফুটবল লিগে প্রত্যেকবারই ময়দানের তিন প্রধানের সঙ্গে কাঁধে কাধ মিলিয়ে লড়াই করে এরিয়ান ও টালিগঞ্জ অগ্ৰগামীর মতো ক্লাব গুলি। চলতি মরশুমে ও যথেষ্ট ভালো ছন্দে রয়েছে এরিয়ান। তাই আগামী ১৯ তারিখ যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে সাক্ষী থাকতে চলেছে সকলে তা কিন্তু বলাই চলে। তবে এক্ষেত্রে বদলে ফেলা হয়েছে মাঠ। বিশেষ সূত্র মারফত খবর, আগামী ১৯ তারিখ নৈহাটির বঙ্কিমাচঞ্চল স্টেডিয়ামে মুখোমুখি হবে দুইপক্ষ।