এবারের কলকাতা লিগে শুরু থেকেই ব্যাপক ছন্দে রয়েছে মহামেডান স্পোটিং ক্লাব (Mohammedan SC)। ক্যালকাটা এফসির বিপক্ষে জয় দিয়ে লিগের যে সূচনা হয়েছিল তা পরবর্তীতে আরও অনেকদূর এগিয়ে যায়। তবে মাঝখানে নিজেদের ঘরের মাঠে কিবু ভিকুনার ডায়মন্ডহারবার এফসির বিপক্ষে পরাজিত হতে হলেও পরের ম্যাচ থেকেই ঘুরে দাঁড়ায় ময়দানের এই তৃতীয় প্রধান।
এমনকি শক্তিশালী ইউনাইটেড স্পোর্টস ক্লাবকে ও ২-০ গোলের ব্যবধানে পরাজিত করে সাদা-কালো ব্রিগেড। বলতে গেলে বর্তমানে ব্যাপক ছন্দে রয়েছে এই তৃতীয় প্রধান ক্লাব। শেষ ম্যাচে শক্তিশালী এফসিআইয়ের বিপক্ষে ও বড় ব্যবধানে জয় পেয়েছে দল। তবে সেই ম্যাচে দুইটি আত্মঘাতী গোল হলেও পরবর্তীকালে ডেভিডের গোলে ৩ গোলের ব্যবধানে এগিয়ে যায় দল।
সেই পারফরম্যান্স আজও ধরে রাখতে মরিয়া ব্ল্যাক প্যান্থার্সরা। তবে চোট আঘাতের মতো সমস্যার দরুন আজ সার্দান সমিতির বিপক্ষে খেলতে নামার আগে দলের মধ্যে একাধিক পরিবর্তন আনেন সাদা-কালো কওচ মেহরাজউদ্দিন ওয়াডু। এক নজরে দেখে নেওয়া যাক আজকের প্রথম একাদশ। পূর্ব পরিকল্পনা মতোই আজ গোলে থাকছেন বাইকা। এছাড়াও বাকি খেলোয়াড়রা হলেন ডিটোল, দিপু হালদার,আদি, বিকাশ, তন্ময়, অভিষেক, ডেভিড, অভিজিৎ ও লালরেমসাঙ্গা। সেইসাথে আজ দলের অধিনায়ক হিসেবে থাকছেন সামাদ।
উল্লেখ্য, গত কয়েকদিন আগে লাল-হলুদ ব্রিগেড থেকে আঙ্গুসানাকে দলে সাইন করানো হলেও আজ আপাতত দলের রিজার্ভ বেঞ্চে থাকছেন এই তারকা ফুটবলার। এছাড়াও দলের আরেক ভরসাযোগ্য ফুটবলার উইলিয়ামকে ও রাখা হচ্ছে রিজার্ভ বেঞ্চে। প্রয়োজন মতো হয়ত তাদের ব্যবহার করবেন সাদা-কালো কোচ।