Jadavpur University: স্বপ্নদীপের মৃত্যুর পর রহস্যময় চিঠি লেখকের নাম পেল পুলিশ

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার (Jadavpur University) স্বপ্নদীপের মৃত্যুর জট ছাড়াতে তদন্ত চালাচ্ছে কলকাতা পুলিশ। এই পড়ুয়ার মৃত্যুর পর প্রকাশ্যে আসা রহস্যময় চিঠি ঘিরে বিতর্ক চরমে। সেই…

Jadavpur University: স্বপ্নদীপের মৃত্যুর পর রহস্যময় চিঠি লেখকের নাম পেল পুলিশ

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার (Jadavpur University) স্বপ্নদীপের মৃত্যুর জট ছাড়াতে তদন্ত চালাচ্ছে কলকাতা পুলিশ। এই পড়ুয়ার মৃত্যুর পর প্রকাশ্যে আসা রহস্যময় চিঠি ঘিরে বিতর্ক চরমে। সেই চিঠি কে লিখেছে? 

Advertisements

তদন্তে নেমে চিঠি লেখকের নাম পেল পুলিশ। ব়্যাগিংয়ের কারণে মৃত স্বপ্নদীপ। তার মৃত্যুর পর প্রকাশ হওয়া রহস্য চিঠিতে হাতের লেখা কার ছিল বারবার সেই প্রশ্ন উঠেছে। চিঠি‌ লিখেছেন ধৃত দীপশেখর দত্ত। পুলিশি জেরায় চিঠির কথা স্বীকার করেছে দীপশেখর বলে জানা গেছে।

   

আগে জানা গেছিল, স্বপ্নদীপ চাপের মুখে সেই চিঠি লেখে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। স্বপ্নদীপের মৃত্যুর পিছনে কার কার মাথা ছিল তা খতিয়ে দেখছে পুলিশরা‌। তখন যে পরিস্থিতি ছিল সেই ভিড়ে কে সই করেছিল তা মনে নেই কারোর। জিজ্ঞাসাবাদের সময় চিঠির কটি লাইন লিখতে বলে গোয়েন্দারা। সেক্ষেত্রেও চিঠির হাতের লেখার সাথে দীপশেখরের হাতের লেখার মিল পাওয়া গেছে। তবে প্রাথমিকভাবে তা মনে করা হলেও আদালতের হ্যান্ড রাইটিং বিশারদকে দিয়ে হাতের লেখা যাচাই করা হবে।

Advertisements

জিজ্ঞাসাবাদের সময় স্বপ্নদীপের ডাইরির পাতায় ডিন অফ স্টুডেন্টকে উদ্দেশ্য করে যে চিঠি লেখা ছিল সেই চিঠি দীপশেখরের বলে স্বীকার করেছেন তিনি নিজেই। তার বয়ানে জানা যায়, হস্টেলের বেশ কয়েকজন সিনিয়র তাকে লেখাটি ড্রাফট করতে বলে, সেই মতো দীপশেখর সেই কাজ করে। কিন্ত তারিখ নিয়ে বয়ানে অসঙ্গতি স্পষ্ট।‌

চিঠি লিখলেও স্বপ্নদীপের সই করেননি দীপশেখর। সেই প্রশ্নই এবার উঠছে “কে করেছে সই?” চিঠির পরিকল্পনা ও কন্টেন্ট কার‌ লেখা, ডিন অফ স্টুডেন্টকে কেন চিঠি দেওয়া হবে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। গোয়ান্দারা জানিয়েছেন চিঠিটি খুব পরিকল্পিত ভাবে লেখা হয়েছে। যে প্রশ্নগুলির উত্তর পাওয়া যাচ্ছেনা, সে বিষয়ে দীপশেখরের বয়ানে মিলেছে অসঙ্গতি। তাই বারবার জিজ্ঞাসা করেই সঠিক কথা জানানো যাবে।