Alipurduar: ট্রেনের ধাক্কায় কাটা পড়েছে হাতি, পেট থাকা শাবক ছিটকে গেল

আলিপুরদুয়ারের (Alipurduar) দলগাওঁ থেকে ডলোমাইট বোঝাই মালগাড়ি ডুয়ার্সের জঙ্গলপথের লাইন ধরে শিলিগুড়ির যাচ্ছিল। বুধবার গভীর রাতে ঘটে দুর্ঘটনা

আলিপুরদুয়ারের (Alipurduar) দলগাওঁ থেকে ডলোমাইট বোঝাই মালগাড়ি ডুয়ার্সের জঙ্গলপথের লাইন ধরে শিলিগুড়ির যাচ্ছিল। বুধবার গভীর রাতে ঘটে দুর্ঘটনা

মর্মান্তিক দুর্ঘটনা চাপরামারিতে। ঘন অভয়ারন্যের ভেতর মালগাড়ির ধাক্কায় মৃত গর্ভবতী হাতি। ট্রেনের ধাক্কার হাতির পেট থেকে শাবক বেরিয়ে যায়। আলিপুরদুয়ারের (Alipurduar) দলগাও থেকে ডলোমাইট বোঝাই মালগাড়ি ডুয়ার্সের জঙ্গলপথের লাইন ধরে শিলিগুড়ির যাচ্ছিল। বুধবার গভীর রাতে ঘটে দুর্ঘটনা।

উত্তরবঙ্গের মুখ্য বনপাল রাজেন্দ্র জাখর জানান, বুধবার  রাত আড়াইটে নাগাদ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। মৃত হস্তী শাবকটি মা হাতির পেট ফেটে শাবক বেরিয়ে এসেছে। ওই গর্ভবতী হাতি আগামী ২৪ ঘণ্টায় প্রসব করত বলে মনে করা হচ্ছে।

   

গত কয়েকদিন ধরে আলিপুরদুয়ারে সংকোশ নদীর তীরে একটি হাতির কাটা মাথা ও পা উদ্ধারের ঘটনায় বনবিভাগ চিন্তিত। চোরা শিকারীরা হাতিটিকে টুকরো টুকরো করে কেটেছে। সংকোশ নদীর জলে হাতির দেহাংশ ভেসে আসে। এর পর থেকেই প্রশ্ন, হাতিটাকে কোথায় মারা হয়েছিল? এখনও এর উত্তর অজানা। নিমাইটাপু এলাকাটি অসম-বাংলা সীমানার কাছেই। আলিপুরদুয়ার জেলার এখানেই সংকোশ নদী থেকে পরপর দুদিনে হাতির মাথা ও পা উদ্ধার হয়। এবার উদ্ধার হওয়া সেই হাতির ‘রেসিডেন্সিয়াল এরিয়া’ অসম না বাংলা? তা নিয়েই সংশয় তৈরি হয়েছে।