পঞ্চায়েতের বোর্ড গঠনের আগে ভাঙড় (Bhangar) ২ নম্বর ব্লকে ফের জারি হল ১৪৪ জারি। আজ সকাল ৬টা থেকে ১৩ অগাস্ট রাত ১২টা পর্যন্ত কাশীপুর থানা এলাকায় ১৪৪ ধারা জারি করেছে মহকুমা প্রশাসন।
বুধবার গ্রাম পঞ্চায়েত ও ১২ অগাস্ট পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন। তার আগে ভাঙড় ২ নম্বর ব্লকের শানপুকুর, পোলেরহাট ১ এবং ২, ভোগালি ১ ও ২, চালতাবেড়িয়া ও ভগবানপুর গ্রাম পঞ্চায়েতে ১৪৪ ধারা জারি করেছে পুলিশ।
পঞ্চায়েত ভোটে শাসক-বিরোধী সংঘর্ষে এই এলাকাগুলি রণক্ষেত্রে পরিণত হয়। খুন, গুলি-বোমাবাজি, পুলিশের গাড়িতে আগুন থেকে ভোট লুঠ, ব্যালট ছিনতাই-এর মতো একাধিক ঘটনা ঘটে। এই প্রেক্ষিতেই এবার পঞ্চায়েতের বোর্ড গঠনের আগে বাড়তি সতর্কতা নিয়েছে প্রশাসন।