Job Scam: নিয়োগ রিপোর্ট যেত মুখ্যমন্ত্রীর কাছে বলা পার্থর মুখে মমতার জন্য ‘অপরিসীম আনুগত্য’

নিয়োগ দুর্নীতি (job scam) সংক্রান্ত মামলায় জেলে বন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আদালতে বিস্ফোরক দাবি করেন। তিনি বলেন,নিয়োগ-সংক্রান্ত রিপোর্ট যেত মুখ্যমন্ত্রীর কাছে।’ তাঁর এই দাবির…

Job Scam: নিয়োগ রিপোর্ট যেত মুখ্যমন্ত্রীর কাছে বলা পার্থর মুখে মমতার জন্য 'অপরিসীম আনুগত্য'

নিয়োগ দুর্নীতি (job scam) সংক্রান্ত মামলায় জেলে বন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আদালতে বিস্ফোরক দাবি করেন। তিনি বলেন,নিয়োগ-সংক্রান্ত রিপোর্ট যেত মুখ্যমন্ত্রীর কাছে।’ তাঁর এই দাবির পর রাজনৈতিক মহল তীব্র আলোড়িত। কারণ, নিয়োগ দুর্নীতির তদন্তে এমন কথা পার্থ চট্টোপাধ্যায় প্রথমবার বলেছেন। তাও আদালতে। তাঁর এমন দাবির পরেই বিরোধীদের পাল্টা দাবি, ‘এবার সত্যিটা বলেই দিন’। আদালত থেকে বেরোনোর পর পার্থ চট্টোপাধ্যায় অবশ্য বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাঁর অপরিসীম আনুগত্য রয়েছে।

Advertisements

আদালত থেকে জেলে যাওয়ার গাড়িতে ওঠার আগে তিনি বলেন, তাঁর মন্তব্য নিয়ে দূরত্ব তৈরি করার চেষ্টা চলছে। তিনি বলেন, মুখ্যমন্ত্রী নিয়োগকর্তা নন। সুপারিশকর্তা নন।  যারা ইংরাজি বোঝেন তারা বুঝেছেন। আমি ইংরাজিতে বলেছি। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর প্রতি আমার আনুগত্য অপরিসীম ছিল, আছে আগামী দিনেও থাকবে।

Advertisements
   

আদালতে পার্থ চট্টোপাধ্যায় জামিন চান। তিনি বলেন, নিয়োগে মন্ত্রী হিসেবে আমার কোনও ভূমিকা নেই। একজন পলিসি তৈরি করে। একটা অংশ নিয়োগ করে। ক্যাবিনেট সেক্রেটারি রিপোর্ট করেন প্রিন্সিপাল সেক্রেটারিকে। প্রিন্সিপাল সেক্রেটারি রিপোর্ট করেন মুখ্যমন্ত্রীর কাছে। এসএসসি আলাদা একটি বোর্ড। মন্ত্রী -এসএসসি-কে নিয়ন্ত্রণ করত না। আমি জানি না কারা চাকরি পেয়েছেন। আমি পাঁচটি দফতরের দায়িত্বে ছিলাম। বারবার দফতর বদল হয়েছে। এক বছরের বেশি সময় ধরে সিবিআই কিছু পেশ করতে পারেনি।