আর মাত্র কয়েক মাস তারপরেই ঢাকে কাঠি পড়বে। দুর্গাপুজোয় (Durga Puja) এবার প্রথমবার বন্দে ভারত চড়ার সুযোগ পাবেন পশ্চিমবঙ্গবাসী। তাই রাজ্যে বন্দে ভারতের তিনটি রুটে পুজো নিয়ে প্রস্তুতি (Vande Bharat Puja Special) শুরু হয়ে গেছে। যাত্রীদের খাবার তালিকায় থাকছে জিভে জল আনা পদ। রেল সূত্রে খবর, এই সব খাবার তৈরি হচ্ছে চিরাচরিত বাঙালি রসনা ধরে।
এবারের দুর্গাপুজোয় বন্দে ভারত এক্সপ্রেসে যাত্রীদের জন্য থাকছে পুজো স্পেশাল মেনু। সেই মেনুতে লুচি আলুরদম, বাসন্তী পোলাও এধরনের লোভনীয় সমস্ত খাবার যোগ করার পরিকল্পনা রয়েছে রেল কর্তৃপক্ষের। আর শেষ পাতে রসগোল্লা বা মিষ্টি দই থাকার সম্ভাবনাও রয়েছে।
প্রথম দুর্গাপুজোয় যাত্রীদের সফর আরও ভালো করে তুলতে প্রচেষ্টার খামতি রাখতে চাইছেন না রেলকর্তারা। জানা গেছে এক মাসের মধ্যেই এই মেনু চূড়ান্ত করে ফেলা হবে। প্রতিবছরই পুজোয় পর্যটকদের সংখ্যা থাকে প্রচুর। বন্দে ভারতের হাওড়া-এনজেপি, হাওড়া-পুরী, এনজেপি-গুয়াহাটি তিনটি রুটেই যাত্রীরা স্পেশাল মেনুর স্বাদ পাবেন বলে জানা যাচ্ছে রেলের তরফে।
জানা গেছে, দক্ষিণ মধ্য রেলওয়ে বেঙ্গালুরু-হায়দরাবাদ রুটে প্রিমিয়াম ট্রেন বন্দে ভারত চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। উচ্চাভিলাষী বন্দে ভারত ট্রেন পরিকল্পনা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে বারবার।
বন্দে ভারত এক্সপ্রেস সেমি-হাই-স্পিড ট্রেন ভারতের প্রযুক্তিগত দিক থেকে সহযোগিতা করেছে। ট্র্যাকে পশুদের সাথে মুখোমুখি হওয়ার মতো অন্যান্য চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া সত্ত্বেও, বন্দে ভারত তার সুবিধা এবং গতির জন্য বিকল্প হিসাবে দৃষ্টান্ত স্থাপন করছে। বন্দে ভারত নিয়ে ভারতীয় রেলের ভবিষ্যত সম্ভাবনা সুদৃঢ়। তবে বারবার দুর্ঘটনার কবলে পড়ে বন্দে ভারত। যাত্রী সুরক্ষা নিয়েও অভিযোগ আছে বিস্তর।