ইস্টবেঙ্গল মাঠে (East Bengal Ground) নিয়ে অভিযোগ আগেও উঠেছিল। এবারের কলকাতা ফুটবল লীগেও তার ব্যতিক্রম হল না। গুরুতর অভিযোগ তুলেছেন ভবানীপুরের কোচ রঞ্জন চৌধুরী। ম্যাচের শেষে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি।
বৃহস্পতিবার ইস্টবেঙ্গল ক্লাবের মাঠে আয়োজিত হয়েছিল ইস্টবেঙ্গল বনাম ভবানীপুরের ম্যাচ। বিরতির আগে পর্যন্ত একাধিক আক্রমণ গড়ে তুলেছিল ভবানীপুর। জবি জাস্টিন নিজেই একাধিক গোল করতে পারতেন। এছাড়া নিখিল কদম, অরিজিৎ বাগুই, জিতেন মূর্মুদের খেলা চাপে ফেলেছিল ইস্টবেঙ্গল একাদশকে। ম্যাচে প্রথমে গোল করে এগিয়ে গিয়েছিল ভবানীপুর।
মাঝমাঠে থেকে প্রতিপক্ষের বক্সের দিকে থ্রু বল বাড়িয়ে দিয়েছিলেন জিতেন মুর্মু। বল বুঝতে ভুল করেছিলেন ইস্টবেঙ্গলের গোল রক্ষক। ফলে অরক্ষিত গোলের সামনে বল পেয়ে গিয়েছিলেন সুভাষ সিং। ফাঁকায় গোল করেছেন তিনি। ম্যাচে এগিয়ে গিয়েছিল ভবানীপুর।
বিরতির পর ঘোরে ম্যাচের মোড়। লাল হলুদ ব্রিগেডকে সমতায় ফেরান তরুণ ফুটবলার দীপ সাহা। ১-১ স্কোরলাইনে শেষ হয় ম্যাচ। খেলা শেষে ইস্টবেঙ্গল ক্লাবের মাঠ নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন রঞ্জন চৌধুরী। ভবানীপুরের অভিজ্ঞ কোচের মতে, মাঠের অবস্থা খুবই খারাপ। যে দল এই মাঠে খেলতে নামবে সেই দলই সমস্যায় পড়বে। তার দাবি, মাঠের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য বাধ্য দিয়ে দ্বিতীয়ার্ধে নিজেদের গুটিয়ে নিয়েছিলেন ভবানীপুরের ফুটবলাররা। রঞ্জনের আক্ষেপ, এই ম্যাচ জিতে মাঠ ছাড়তে পারত তার দল।