Job Scam: আদালতে ইডির সওয়াল অভিষেক কি এতই প্রভাবশালী যে সমন পাঠানো যাবে না ?  

নিয়োগ দুর্নীতির তদন্তে (Job Scam) তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠাতে যাবতীয় প্রস্তুতি নিচ্ছে ইডি। কেন্দ্রীয় আর্থিক তদন্তকারী সংস্থার তরফে ইঙ্গিত তিনি আজকে…

Abhishek Banerjee

নিয়োগ দুর্নীতির তদন্তে (Job Scam) তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠাতে যাবতীয় প্রস্তুতি নিচ্ছে ইডি। কেন্দ্রীয় আর্থিক তদন্তকারী সংস্থার তরফে ইঙ্গিত তিনি আজকে অভিযুক্ত নন, কালকে হতেও পারেন।

নিয়োগ দুর্নীতির তদন্তে ইডি চার্জশিটে এসেছে অভিষেকের নাম। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো। ফলে তীব্র রাজনৈতিক বিতর্ক। এদিকে অভিষেক এখন দেশে নেই। তাঁর বিদেশ যাওয়া নিয়েও জল্পনা তীব্র।

ইডির চার্জশিটে আছে অভিষেকের নাম। এই চার্জশিটের ২২ নম্বর পাতায় ইডি দাবি করেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ ‘কালীঘাটের কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্র। অভিষেক যুব তৃণমূলের সভাপতি থাকার সমশ্র তাঁর আর্থিক বিষয় দেখতেন সুজয়কৃষ্ণ ভদ্র।

Advertisements

ইডি জানায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সমন খারিজের দাবিতে মামলা করেছেন। সমনের মেয়াদ শেষ হয়েছে। ইডির সমনের প্রেক্ষিতে অভিষেক শুধুমাত্র নথি পাঠিয়েছেন। ইডি জানিয়েছে আদালত নির্দেশ না দিলেও আমরা তদন্ত চালাতে পারি।