ভারতের বেশিরভাগ দলের কাছে Durand Cup হতে চলেছে মরসুমের প্রথম টুর্নামেন্ট। নিজের দল দেখে নেওয়ার পাশাপাশি বড় বাজেটের দলকে চমকে দেওয়ার সুযোগ থাকবে কম বাজেটের দল গুলোর কাছে। এই পরিস্থিতিতে ইতিমধ্যে জোর কদমে অনুশীলন শুরু করে দিয়েছে রাজস্থান ইউনাইটেড।
আসন্ন Durand Cup-কে মোটেও হালকাভাবে নিচ্ছে না আই লীগের ক্লাব রাজস্থান ইউনাইটেড। অনুশীলনে বিদেশি ফুটবলাররা যোগ দিয়েছেন। ক্লাবের অনুশীলনে যোগ দিয়েছেন Denzell। খুব হাইপ্রোফাইল ফুটবলার নন, তবে খেটে খেলতে পারেন। খুঁজলে তার করা কিছু গোলের ভিডিও নেট মাধ্যমে চোখে পড়তে পারে। গোল করার ব্যাপারে যথেষ্ট মুন্সিয়ানা রয়েছে ঘানার এই ফরোয়ার্ড এর। পায়ে রয়েছে জোরালো শট। প্রতিপক্ষের বক্সের বাইরে থেকে দূর পাল্লার শটে অতীতে গোল করেছেন ডেঞ্জেল।
Ghanaian forward, Denzell joins us for the Durand Cup, ready to showcase his skills on the field! ✅🦾#AbkhelegaRajasthan #Forward #RajasthanUnited pic.twitter.com/tmzUbCf7Zh
— Rajasthan United FC (@RajasthanUnited) July 30, 2023
প্রধান প্রশিক্ষক পুশপেন্দর কুণ্ডুর তত্ত্বাবধানে আসন্ন মরসুমে ভালো ফল করার ব্যাপারে আশাবাদী রাজস্থান ইউনাইটেড। গতবারের দলের বেশিরভাগ ফুটবলারকে এবারেও দেখা যাবে আই লীগের এই দলের জার্সিতে। আক্রমণভাগে তিন বিদেশি ফুটবলারকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিতে পারেন কোচ। আপ ফ্রন্টে জমে উঠতে পারে ব্রাজিলিয়ান এবং ঘনাইয়ান কম্বিনেশন।
২০২২ মরসুমে আই লীগ জিততে না পারলেও ঘরোয়া টুর্নামেন্টে নজর কেড়েছিল রাজস্থান ইউনাইটেড। একাধিক খেতাব জয়ের প্রবল দাবিদার হয়ে উঠেছিল দল। বাজি রাও কাপে চ্যাম্পিয়ন হয়েছিল দল। ২০২১ সালে আই লীগের দ্বিতীয় ডিভিশন জিতেছিল ভারতের এই ফুটবল ক্লাব।