গত প্রিমিয়ার ডিভিশন লিগের ম্যাচে ১ গোলের ব্যবধানে এগিয়ে থাকলেও শেষ রক্ষা হয়নি। ম্যাচের অন্তিম সময়ে গোল খাওয়ার দরুন পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছে ফুটবলারদের। যা কিছুতেই মেনে নিতে পারছিলেন না দলের কোচ। তাই আজ ঘরের মাঠে মরশুমের প্রথম ম্যাচে জয় নিশ্চিত করাই অন্যতম লক্ষ্য ছিল লাল-হলুদ কোচ বিনো জর্জের। সেজন্য আজ শুরু থেকেই আমন সিকে, দ্বীপ সাহা ও গুইতের মতো ফুটবলারদের রাখা হয়েছিল প্রথম সারিতে। তারপর ফলাফল ও পেয়েছেন হাতেনাতে। এসবের দরুন এবার বড় সিদ্ধান্ত নিলেন প্রতিপক্ষের কোচ।
ম্যাচের শুরু থেকেই যথেষ্ট দাপটের সাথে খেলছিল লাল-হলুদ ফুটবলাররা। শুরুতে কয়েকবার গোলের সুযোগ আসলেও তা কাজে লাগানো সম্ভব হয়নি। তবে ম্যাচের ২১ মিনিটে প্রতিপক্ষের গোলবক্সের বাইরে ফ্রিকক তোলে দ্বীপ। রেলওয়ে দলের গোলরক্ষক তা একপ্রকার আটকাতে সমর্থ হলেও শেষ রক্ষা হয়নি। সুযোগ বুঝে গোল তুলে নেন অভিষেক।
তারপর থেকে ম্যাচ যতো এগিয়েছে আত্মবিশ্বাসের তুঙ্গে উঠেছে লাল-হলুদ ফুটবলারদের। আমন থেকে শুরু করে গুইতিয়া হোক কিংবা রাজিবুল, বারংবার আক্রমণ শানিয়ে একেবারে দিশেহারা করে দেন ইস্টার্ন রেলওয়েরর ফুটবলারদের। যারফলে, আক্রমণ রোধ করার চেষ্টা করলে ও আদতে ডাহা ফেল করে যান রেলওয়ে দলের ডিফেন্ডাররা।
Eastern Railway Coach Prasanta Chakraborty has resigned from his duty after defeating 1-5 goals against East Bengal today. #TorchBearers #CFL #JoyEastBengal pic.twitter.com/Cdq2yhfd0a
— Tᴏʀᴄʜ Bᴇᴀʀᴇʀs 🔴🟡 (@TORCH__BEARERS) July 27, 2023
তবে মাঝখানে পেনাল্টি থেকে ১ টি মাত্র গোল রেলওয়ে দলের তরফ থেকে করা হলেও তা কাজে আসেনি। সেই গোল খাওয়ার পর আরও যেন ভয়ঙ্কর হয়ে উঠতে থাকে ইস্টবেঙ্গল ফুটবল দল। যারফলে, ম্যাচের প্রথম থেকে শুরু করে একেবারে শেষ মিনিট পর্যন্ত আধিপত্য বজায় রাখে বিনো জর্জের ছেলেরা।
দলের এই লজ্জাজনক হারের ফলে ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ পরেই কোচের পদ থেকে ইস্তফা দেন রেলওয়ে দলের কোচ প্রশান্ত চক্রবর্তী। একটা সময় কলকাতা লিগে ভালো পারফরম্যান্স তুলে ধরার ভাবনা নিয়ে রেলওয়ে দলের দায়িত্ব নিয়েছিলেন এই বাঙালি কোচ। তবে আজকের এই পরাজয় যেন কিছুতেই মেনে নিতে পারেননি তিনি। যারফলে, ছেড়ে দিলেন দলের দায়িত্ব।