Kaku of Kalighat: বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে চেয়ে জামিনের আবেদন

হাসপাতাল থেকেই ইডি-র বিশেষ আদালতে জামিনের আবেদন জানালেন কালীঘাটের কাকু (Kaku of Kalighat) সুজয়কৃষ্ণ ভদ্র (Sujaykrishna Bhadra)।

Kalighat Kaku Abhishek Banerjee

হাসপাতাল থেকেই ইডি-র বিশেষ আদালতে জামিনের আবেদন জানালেন কালীঘাটের কাকু (Kaku of Kalighat) সুজয়কৃষ্ণ ভদ্র (Sujaykrishna Bhadra)। চিকিৎসকরা জানিয়েছেন ৩টি ধমনীতে ব্লকেজ রয়েছে। বাইপাস সার্জারি করাতে হবে। বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে চেয়ে জামিন মঞ্জুরের আবেদন করেছেন কালীঘাটের কাকু।

Advertisements

আজ ইডির বিশেষ আদালতে জামিন-আবেদনের শুনানি। জামিনের বিরোধিতা করা হবে বলে ইডির তরফে জানা যাচ্ছে। ইডি সূত্রে খবর, আগামীকালই সুজয়কৃষ্ণর বিরুদ্ধে তারা চার্জশিট জমা দিতে চলেছে। চার্জশিটে কালীঘাটের কাকুর যাবতীয় সম্পত্তির হিসেব, নিয়োগ দুর্নীতিতে তিনি কীভাবে জড়িত, তার তথ্যপ্রমাণ পেশ করা হবে।

   

অসুস্থ নিয়োগ দুর্নীতিকাণ্ডের অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর। এগারো দিন ধরে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। এসএসকেএম-এর কার্ডিয়োলজি-র আউটডোরে এসেছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র। তারপর তাকে মেডিক্যাল অবজারভেসন ওয়ার্ডে রাখা হয়। চিকিৎসাধীন রয়েছেন তিনি।

Advertisements

নিয়োগ দুর্নীতি কান্ডে আরও ২০ কোটির তথ্য উঠে এসেছে গতকাল। কালীঘাটের কাকুকে জেরা করে উঠে এসেছে তথ্য। আগে ১০৬ কোটির তথ্য উঠে এসেছিল সামনে। এর আগে ১২৬ কোটি টাকা উদ্ধার করেছিল ইডি। তিনটি সংস্থায় তল্লাশি চালিয়ে জানা গেছে কালীঘাটের কাকু তার কোম্পানির শেয়ার অবৈধভাবে দাম বাড়িয়েছিলেন।