শুরু হয়ে গিয়েছে মোহন বাগান সুপার জায়ান্টের (Mohun Bagan SG) প্রাক মরসুম প্রস্তুতি। স্কোয়াডের বেশিরভাগ ফুটবলার এসে পৌঁছেছেন কলকাতায়। ক্লোজড ডোর প্র্যাকটিসের মাধ্যমে গা গরম করা শুরু করে দিয়েছেন ফুটবলাররা। গা ঘামানো শুরু করে দিয়েছেন জনি কাউকো (Joni Kauko)।
গুরুতর চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে গিয়েছিলেন জনি কাউকো। মরসুমের মাঝ পথে চোট পেয়েছিলেন। বাকি সময়ে আর মাঠে নামতে পারেননি ফিনল্যান্ডের তারকা ফুটবলার। চোট সারিয়ে, ফিটনেস ফিরিয়ে আনার পর মাঠে নামার জন্য প্রস্তুতি। দীর্ঘ প্রক্রিয়া। বল পায়ে মাঠে নামার জন্য ইতিমধ্যে তৈরি হতে শুরু করে দিয়েছেন তিনি। কাউকোর গা ঘামানোর ভিডিও মোহনবাগান সমর্থকদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ইতিমধ্যে।
আরও পড়ুন: Joni Kauko: জনি কাউকো সম্পর্কে মিলল বড় আভাস
AFC প্রতিযোগিতার কথা মাথা রেখে সবুজ মেরুন শিবিরে এবার চাঁদের হাট। ভালো দল গঠন করার কাজে কোনো কার্পণ্য করেননি কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। মোটা অংকের ট্রান্সফার ফি দিয়েও ফুটবলার নিয়ে আসা হয়েছে। এই অবস্থা প্রশ্ন উঠেছিল ক্লাবে জনি কাউকোর ভবিষ্যত্ নিয়ে। ক্লাব তাকে রাখবে নাকি রিলিজ করে দেবে সেই প্রশ্ন ফুটবল প্রেমীদের মধ্যে রয়েছে। জনি ইন্ডিয়ান লীগে খেলা অন্যতম সেরা বক্স টু বক্স মিডফিল্ডারদের মধ্যে অন্যতম।
আরও পডুন: ATK Mohun Bagan: সবুজ-মেরুন জার্সি ছাড়তে চলেছেন জনি কাউকো? জানুন বিস্তারিত
জনির সঙ্গে মোহন বাগান সুপার জায়ান্টের এখনও চুক্তি বাকি রয়েছে। সেহেতু দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে পারবেন তিনি। যেমনটা করেছেন ফ্লোরেন্তিন পোগবা। তার সঙ্গে বাগানের চুক্তি থাকায় অনুশীলনে অংশ নিয়েছেন ফরাসি তারকা। জনির ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না। অনুশীলনে যোগ দেবেন। এমনটাও শোনা যাচ্ছে, বাগান ম্যানেজমেন্টের AFC অংকে এখনও রয়েছেন কাউকো। দরকার পড়লে কাজে লাগানো হতে পারে তাকে।