আবারও আটকে গেল ইস্টবেঙ্গল (East Bengal)। পূর্ব নির্ধারিত সূচি অনুসারে আজ কলকাতা ফুটবল লিগের (Calcutta League) চতুর্থ ম্যাচ খেলতে বিএসএস স্পোটিং ক্লাবের মুখোমুখি হয়েছিল লাল-হলুদের জুনিয়র দল। নির্ধারিত সময়ের শেষে ১-১ গোল থাকে ম্যাচের ফলাফল। আজ ইস্টবেঙ্গলের জার্সিতে গোল করেন দীপ সাহা। অন্যদিকে, বিএসএস স্পোটিং ক্লাবের হয়ে গোল করেন সৌরভ সেন। যারফলে, পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় দুই দলকে। এই নিয়ে টুর্নামেন্টে দ্বিতীয় ম্যাচ ড্র করল ইস্টবেঙ্গল। যারফলে, পরবর্তীতে কিছুটা হলেও চাপে থাকবে বিনো জর্জের ছেলেরা।
তবে আজ ম্যাচের শুরু থেকেই যথেষ্ট চনমনে থেকেছে লাল-হলুদ। মাঝে মাঝে মিস পাসের বহর দেখা গেলেও গোলের সুযোগ উঠে আসতে থাকে একাধিকবার। তবে কাজে লাগাতে সক্ষম হয়নি কোনো পক্ষ। এছাড়াও ইস্টবেঙ্গলের বারংবার আক্রমণের দরুন কিছুটা হলেও চাপে পড়তে থাকে প্রতিপক্ষের ডিফেন্ডাররা। এমনি এক পরিস্থিতিতে চাপ ধরে রাখতে না পারায় শাস্তি পেতে হয় লাল-হলুদ তারকা তুহিন দাসকে। প্রথমার্ধে লাল কার্ড দেখে মাঠ ছাড়ার দরুন কিছুটা হলেও চাপে পড়ে যায় দল। তবে প্রথমার্ধের শেষে গোলশূন্য থাকে ম্যাচের ফলাফল।
তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ঘুরে দাঁড়ায় ইমামি ইস্টবেঙ্গল দল। তারকা ফুটবলার দীপ সাহার নেওয়া অনবদ্য ফ্রি-কিক থেকে ম্যাচে গোল তুলে নেয় লাল-হলুদ। যারফলে, আত্মবিশ্বাস বেড়ে যায় দলের ফুটবলারদের। তারপর একাধিকবার গোলের সুযোগ এলেও ফিনিশ করা সম্ভব হয়নি কারুর পক্ষে। সেজন্য অনেকটা সময়ই নিজেদের দাপট ধরে রাখে লাল-হলুদ। তবে শেষ রক্ষা হয়নি।
ম্যাচের একবারে শেষ লগ্নে এসে বিএসএস স্পোটিং ক্লাবের হয়ে গোল করে যান সৌরভ। বলা যায়, তার গোলের দরুন হারা ম্যাচ ড্র করে মাঠ ছাড়ে দল। তবে দ্বিতীয়ার্ধের খেলাতে দেখা যায় ফাউলের বহর। শেষ পর্যন্ত বিএসএস দলের অন্যতম ভরসাযোগ্য ফুটবলার নবকুমার দাসকে লাল কার্ড দেখান ম্যাচ রেফারি।