শুরু হয়ে গিয়েছে কলকাতা ফুটবল লীগ। ঘরোয়া এই টুর্নামেন্টে দলের জুনিয়র ফুটবলার এবং উঠতি তারকাদের দেখে নিচ্ছে একাধিক ক্লাব। উঠছে আসছে নতুন নতুন তারকা। কলকাতা ফুটবল লীগের পাশাপাশি ময়দানে চর্চায় ঢুকে পড়েছে Durand Cup। রবিবার ক্রীড়া সূচি নিয়ে তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেওয়া হল আপডেট।
আসন্ন Durand Cup-এর গ্রুপ এ-তে রয়েছে কলকাতার দুই প্রধান দল মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। টুর্নামেন্টের গ্রুপ পর্যায়ের মুখোমুখি হবে দুই দল, অর্থাৎ ডার্বি। এই গ্রুপে প্রথম ম্যাচ শুরু হবে মোহন বাগান সুপার জায়ান্টকে দিয়ে। যুবভারতী ক্রীড়াঙ্গনে সবুজ মেরুন ব্রিগেড মুখোমুখি হবে বাংলাদেশ আর্মি ফুটবল টিমের বিরুদ্ধে। খেলা হবে সন্ধায় ৫ টা বেজে ৪৫ মিনিট থেকে। Durand Cup-এ বেশ কঠিন। গ্রুপে রয়েছে বাংলাদেশ আর্মি ফুটবল টিমে, মোহন বাগান সুপার জায়ান্ট, ইস্টবেঙ্গল এবং পাঞ্জাব এফসি। পাঞ্জাবের এই দলটি গতবারের আই লীগ চ্যাম্পিয়ন হয়েছিল। সেহেতু তারা এবার খেলবে ইন্ডিয়ান সুপার লীগে।
Durand Cup-এর সবকটি ম্যাচ হবে কলকাতা দুটি মাঠ মিলিয়ে। হবে মোট ছয়টি ম্যাচ। চারটি ম্যাচ হবে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে, বাকি দুটি ম্যাচ কিশোর ভারতীয় স্টেডিয়ামে। মোহনবাগানের মাঠে নামার পরের ম্যাচেই অভিযান শুরু করবে ইস্টবেঙ্গল। আর Durand Cup-এ ডার্বি কবে হবে সে কথা অনেকেই জেনেছেন ইতিমধ্যে, আগামী ১২ আগস্ট। যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে বল গড়াবে বিকেল ৪ টে বেজে ৪৫ মিনিট থেকে।
𝐈𝐦𝐩𝐨𝐫𝐭𝐚𝐧𝐭 𝐔𝐩𝐝𝐚𝐭𝐞
Here are the Fixtures for Group A of the 132nd Edition of The Durand Cup.@adgpi @easterncomd @IAF_MCC @indiannavy @HQ_IDS_India @mohunbagansg @eastbengal_fc @RGPunjabFC pic.twitter.com/2yVbTklUtk
— Durand Cup (@thedurandcup) July 23, 2023
Durand Cup- কে নিয়ে বাড়তি উন্মাদনা থাকা স্বাভাবিক। কারণ এই প্রতিযোগিতায় বোঝা যাবে কোন দল কেমন দল গুছিয়েছে। মোহনবাগান এক ঝাঁক তারকাকে দলে নিয়েছে এবার। ইস্টবেঙ্গলের স্কোয়াডেও অনেক নতুন ফুটবলার। রয়েছে প্রথমবার ইন্ডিয়ান সুপার লীগ খেলতে যাওয়া পাঞ্জাব এফসি। তারাও সাধ্য মতো গুছিয়েছে দল। এই টুর্নামেন্টে সব দলই চাইবে নিজেদের প্রস্তুতি একবার ঝালিয়ে নিতে।