এবার জয়ের থামল বিজয় রথ। নির্ধারিত সূচি অনুযায়ী আজ বিকেলে ডায়মন্ড হারবার এফসির মুখোমুখি হয়েছিল মহামেডান স্পোর্টিং ক্লাব। নির্ধারিত সময়ের শেষে ২-১ গোলে সেই ম্যাচ জিতে নেয় কোচ কিবু ভিকুনার ডায়মন্ড হারবার এফসি। দলের হয়ে দুইটি গোল করেন রাহুল পাসোয়ান। ও মহামেডান দলের ব্যবধান কমান তারকা ফুটবলার ব্যারেটো।
উল্লেখ্য, কলকাতা লিগ শুরু হওয়ার পর থেকেই যথেষ্ট দাপটের সাথে ফুটবল খেলেছে কলকাতার এই আরেক প্রধান। প্রথম ম্যাচে ক্যালকাটা এফসি কে বড় ব্যবধানে হারানোর পর দ্বিতীয় ম্যাচে ইউনাইটেড স্পোর্টস ক্লাবকে ও পরাজিত করে মহামেডান। এক কথায় বলতে গেলে টানা জয়ের ফলে অনেকটাই আত্মবিশ্বাসী ছিল সাদা-কালো ব্রিগেড। তবে এবার প্রথম পরাজয় ঘটে গেল এই টুর্নামেন্টে।
উল্লেখ্য, আগের ম্যাচ গুলিতে সহজ জয় থাকার দরুন আজও যথেষ্ট আত্মবিশ্বাসের সাথে খেলতে নেমেছিল মেহরাজউদ্দিন ওয়াডুর ছেলেরা। সেই আত্মবিশ্বাস নিয়েই বল পায়ে বারংবার উঠে আসতে শুরু করেছিল দলের ফুটবলাররা। তবে গোলের মুখ খোলা সম্ভব হচ্ছিল না তাদের পক্ষে। এমনকি প্রথমার্ধে ডায়মন্ড হারবার দলের ফুটবলারদের কাছে গোলের সুযোগ আসলেও তা গোলে রূপান্তরিত করা সম্ভব হয়নি তাদের পক্ষে। যারফলে, প্রথমার্ধের শেষে গোলশূন্য থাকে ম্যাচের ফলাফল।
Not surprising – today Diamond Harbor FC won 2-1 in CFL against Mohammedan Sporting after going down 0-1 in the 62nd minute.
Earlier MSC had recorded big wins against weak teams. The only strong team against whom MSC had earlier played was United Sports. pic.twitter.com/AwJu14uSLF— EAST BENGAL News Analysis (@QEBNA) July 22, 2023
তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ব্যাপক তেজে বল নিয়ে প্রতিপক্ষের রক্ষনভাগে উঠে আসতে শুরু করে ডায়মন্ড হারবার। যারফল স্বরূপ ২টি গোল উঠে আসে তাদের তরফে। গোলদাতা রাহুল পাসোয়ান। যারফলে, অনেকটাই আত্মবিশ্বাসী হয়ে ওঠে দল। তবে পাল্টা লড়াই দিতে ছাড়েনি ময়দানের এই আরেক প্রধান। যারফলে, ম্যাচের ঠিক ৬২ মিনিটের মাথায় দলের হয়ে ব্যবধান কমাতে সক্ষম থাকেন ব্যারেটো। তবে শেষ রক্ষা হয়নি। নির্ধারণ সময়ের শেষে ১ গোলের ব্যবধানের দরুন পরাজিত হতে হয় ব্ল্যাক প্যান্থার্সদের।