গত মরশুমের শুরুটা খুব একটা ভালো না হলেও শেষ টা যথেষ্ট ভালো গিয়েছে ওডিশা (Odisha FC ) দলের। হিরো আইএসএলে নকআউট পর্ব থেকে ছিটকে যাওয়ার পর কোচ জোসেফ গাম্বাউকে ছাঁটাই করে ম্যানেজমেন্ট। তার পরিবর্তে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয় ক্লিফোর্ড মিরান্ডা কে। তার হাত ধরেই মরশুম শেষে বাজিমাত করে ওডিশা এফসি। শক্তিশালী বেঙ্গালুরুকে সুপার কাপের ফাইনালে হারিয়ে প্রথমবারের জন্য এই খেতাব জিতে নেয় ওডিশা। তবে মরশুম শেষ হতেই দলের দায়িত্ব তুলে দেওয়া হয় স্প্যানিশ কোচ সার্জিও লোবেরার হাতে। তার হাত ধরেই এবার নতুন করে সেজে উঠছে এই দল।
একটা সময় মুম্বাই সিটি এফসির হয়ে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিলেন লোবেরা। তারপর ভারত ছেড়ে সিটি গ্রুপের সাথে কাজ করতে বিদেশে চলে যান তিনি। শেষ মরশুমে চিনের সিচুয়ান এফসির দায়িত্বে থাকার পর এবার ফিরে এসেছেন ভারতে। একটা সময় ইমামি ইস্টবেঙ্গলের দায়িত্ব নেওয়ার কথা থাকলেও পরবর্তীতে সেই দলের প্রতি আগ্ৰহ হারান তিনি। শেষ পর্যন্ত যোগদান করেন ওডিশা এফসি তে। তার আসার পর থেকেই দলের একাধিক ফুটবলারকে ছাঁটাই করেছে ম্যানেজমেন্ট।
শুধুমাত্র গতবারের সোনার বুট জয়ী ফুটবলার দিয়াগো মরিসিও থেকে শুরু করে বেশকিছু ফুটবলার বাদে বাকিদেরকে রিলিজ করে দেওয়া হয়। তাদের বদলে দলে আনা হতে থাকে লোবেরার পুরোনো ছাত্রদের। যাদের মধ্যে রয়েছেন মুর্তাজা ফল থেকে শুরু করে আহমেদ জাহুর মতো ফুটবলাররা। শেষ বেঙ্গালুরু এফসির হয়ে শেষ আইএসএল খেলা ফুটবলার রয়কৃষ্ণা ও সই করেন এই দলে।
যা নিঃসন্দেহে বড়সড় চমক। তবে এবার এক দেশীয় ফুটবলারের সাথে চুক্তি বাড়ালো ম্যানেজমেন্ট। তিনি ইসাক রালটে। গত মরশুমে ও জোসেফ গাম্বাউয়ের দলের হয়ে খেলতে দেখা গিয়েছিল এই ফুটবলারকে। তে এবার কয়েকটি মরশুমের জন্য মিজোরামের এই উইঙ্গারকে দলে রাখার সিদ্ধান্ত নিল ওডিশা। মনে করা হচ্ছে, সার্জিও লোবেরার দলে অন্যতম ভরসাযোগ্য ফুটবলার হয়ে উঠতে পারেন এই ফুটবলার।