যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন করুন আজই

এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নিয়ে আসা হলো চাকরির বিজ্ঞপ্তি। বর্তমানে আমাদের রাজ্যে যে সমস্ত বিশ্ববিদ্যালয় রয়েছে তাদের মধ্যে অন্যতম হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়। সম্প্রতি যাদবপুর…

Jadavpur University Students Call for Another Protest Rally

short-samachar

এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নিয়ে আসা হলো চাকরির বিজ্ঞপ্তি। বর্তমানে আমাদের রাজ্যে যে সমস্ত বিশ্ববিদ্যালয় রয়েছে তাদের মধ্যে অন্যতম হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়। সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

   

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে লেডিস হোস্টেলে সুপারিনটেন্ডেন্ট পদে কর্মী নিয়োগ করা হবে। তবে এই পদের জন্য আবেদন করতে পারবেন শুধুমাত্র মহিলারা। আবেদন করার জন্য প্রার্থীদের বয়স পঞ্চান্ন বছরের মধ্যে। একই সাথে বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে নূন্যতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে হোস্টেলে কাজ করার, সে ক্ষেত্রে অগ্রাধিকার মিলবে।

আবেদন করার জন্য প্রার্থীদের যেতে হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে। সেখানে গেলেই সামনে উঠে আসবে হোস্টেল সুপারিনটেনডেন্ট পদের জন্য আবেদনপত্র। তারপরে সেই আবেদন পত্র পূরণ করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ঠিকানায় জমা দিতে হবে। তবে শূন্য পদ কতগুলি রয়েছে সেটা এখনো পর্যন্ত জানানো হয়নি।

একই সাথে আরো বলা হয়েছে আগামী ৩১শে জুলাইয়ের মধ্যে আবেদন প্রক্রিয়ায় সম্পন্ন করতে হবে। একই সাথে সংশ্লিষ্ট পদে নিযুক্ত হওয়ার পর প্রার্থীদের বেতন দেয়া হবে মাসিক কুড়ি হাজার টাকা। অন্যদিকে আরো বলা হয়েছে এই নিয়ে ভাবে এক বছরের জন্য চুক্তির ভিত্তিতে। তবে পরবর্তীকালে বিশ্ববিদ্যালয়ের অনুমতি মিললে কাজের মেয়াদ বাড়ানো হবে।