রক্তাক্ত ভাঙড়, নওশাদের পাশে থাকার বার্তা দিলীপ ঘোষের

পঞ্চায়েত নির্বাচন পরবর্তী হিংসায় ভাঙড়ের পরিস্থিতি নিয়ে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার মুখ খুললেন বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh)। Advertisements রবিবার…

Dilip Ghosh

পঞ্চায়েত নির্বাচন পরবর্তী হিংসায় ভাঙড়ের পরিস্থিতি নিয়ে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার মুখ খুললেন বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh)।

Advertisements

রবিবার সকালে দিলীপ ঘোষ বলেন, পশ্চিমবাংলাকে বিরোধীশূন্য করার রাজনীতির নিদর্শন হচ্ছে ভাঙড়।তিনি বলেছেন, “ভাঙড়ে সারা বছরই সন্ত্রাস চলে। সেটাকে বাড়ানো হয়েছে। বাইরে থেকে নেতাদের পাঠিয়ে, বোমা, বন্দুক, গুন্ডা পাঠিয়ে ওখানে হিংসা চালিয়ে যাওয়া হচ্ছে। যেহেতু ওখানে একজন বিরোধী দলের বিধায়ক ওখানে জিতেছে তাই ওখানকার সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করে দেওয়া হচ্ছে। যারা জিতেছে তাদের কোনও কাজ করতে দেওয়া হচ্ছে না। পশ্চিমবাংলাকে বিরোধীশূন্য করার রাজনীতির নিদর্শন হচ্ছে ভাঙড়”।

   

নাম না করে দিলীপ ঘোষের ইঙ্গিত করেন ক্যানিং পশ্চিম কেন্দ্রের টিএমসি বিধায়ক সওকত মোল্লার দিকে। দিলীপ ঘোষ অভিযোগ করেন, “ক্যানিং থেকে দুষ্কৃতিদের এনে ভাঙড়ে অশান্তি ছড়াচ্ছেন সওকত। পঞ্চায়েতে মনোনয়নের শেষ দিন ভাঙড়ে বিডিও অফিসের সামনে যে সারি সারি গাড়ি পুড়েছিল তা এসেছিল ক্যানিং থেকেই।”

Advertisements

উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ভাঙড় থেকে জয়ী হয়েছেন বাম-ISF জোট প্রার্থী নওসাদ সিদ্দিকি। তার পর থেকে লাগাতার অশান্তি লেগেই রয়েছে ভাঙড়ে।