North Bengal Flood: ভুটান থেকে নামছে জল, ডুবছে বাংলার লোকালয়

উত্তরবঙ্গের অবিরাম বৃষ্টি ভয়ংকর চেহারা ধারণ করেছে। জলমগ্ন হয়ে পড়েছে আলিপুরদুয়ারের একাধিক জায়গা। এর সঙ্গেই ধস একাধিক জায়গায়। উপচে পড়ছে নদীর জল। রীতিমতো বিপর্যস্ত জনজীবন।…

North Bengal Flood: ভুটান থেকে নামছে জল, ডুবছে বাংলার লোকালয়

উত্তরবঙ্গের অবিরাম বৃষ্টি ভয়ংকর চেহারা ধারণ করেছে। জলমগ্ন হয়ে পড়েছে আলিপুরদুয়ারের একাধিক জায়গা। এর সঙ্গেই ধস একাধিক জায়গায়। উপচে পড়ছে নদীর জল। রীতিমতো বিপর্যস্ত জনজীবন।

Advertisements

বৃহস্পতিবার রাতভর বৃষ্টিতে ভয়ংকর চেহারা নিয়েছে আলিপুরের মাদারিহাট ব্লকের বাংড়ি নদী। প্রবল জলোচ্ছ্বাসে ভেসে গিয়েছে মাদারিহাটের কাছের পিচের রাস্তা। যার ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে গোটা এলাকার। নদীর দুই ধারে আটকে পড়েছেন বহু মানুষ। ফুলে ফেঁপে উঠেছে প্রত্যেকটি নদী।

   

প্রতিবেশী দেশ ভুটান থেকে আলিপুরদুয়ারের প্রত্যেকটি নদীর উৎপত্তিস্থল। বৃষ্টিপাতের জেরে ফুলে পেঁপে উঠেছেন নদীগুলো। এছাড়াও জেলার পলাশবাড়ি থেকে শুরু করে জটেশ্বর, মালসাগা প্রত্যেক জায়গায় জলস্ফীতি দেখা যাচ্ছে। একের পর এক ধস নামছে পাহাড়ি এলাকায়। যার ফলে যাতায়াত থেকে শুরু করে জনজীবন সম্পূর্ণরূপে ব্যাহত হয়েছে।

Advertisements

এর সঙ্গে জলপাইগুড়িতেও প্রবল বৃষ্টি। সেখানে কানায় কানায় ভর্তি প্রত্যেক নদী। এর সঙ্গে বৃষ্টিপাত আরো তীব্র হবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দুশ্চিন্তায় পড়েছে সাধারণ মানুষ। আজও যদি বৃষ্টিপাত এতটাই তীব্রতর হয় তাহলে জনজীবন সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়ে পড়বে।