জাতীয় বিপর্যয় মোকাবিলা দল অর্থাৎ কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ন্যাশানাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির (National Disaster Management Authority, NDMA) পক্ষ থেকে নিয়ে আসা হলো চাকরির বিজ্ঞপ্তি। ইতিমধ্যেই সংস্থার পক্ষ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী সিনিয়র কনসালটেন্ট পদে নিয়োগ করা হবে।
তবে আবেদন করতে হবে অফলাইন মাধ্যমে। আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে তবে প্রার্থী যদি কোন সরকারি অবসরপ্রাপ্ত চাকরিজীবী হন তাহলে ৬২ বছর পর্যন্ত আবেদন করা যেতে পারে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আবেদন করার জন্য প্রার্থীদের ইকোনমিক্স কিংবা কমার্স এ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
একসাথে আরো বলা হয়েছে প্রার্থীদের স্নাতকোত্তর নূন্যতম ৬০% নম্বর পেতে হবে আবেদন করার জন্য। প্রাকৃতিক পূর্বে কাজের অভিজ্ঞতা এবং দক্ষতা দেখে বাছাই করা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আবেদন প্রক্রিয়া আগামী ২৫শে জুলাই পর্যন্ত আবেদন করা যাবে।
তাছাড়া আরও বলা হয়েছে প্রাথমিকভাবে প্রাপ্তি বাছাই করা হবে তিন বছরের জন্য। একই সাথে আরো বলা হয়েছে যদি প্রার্থীদের কাজ দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সন্তুষ্ট হন তাহলে কাজের মেয়াদ বাড়ানো হবে। আবেদনপত্র কোথায় পাঠাতে হবে সেটা জানা যাবে সংস্থার ওয়েবসাইট দেখে।