চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। এবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নিয়ে আসা হলো চাকরির সুযোগ। সম্প্রতি কেন্দ্র সরকারের অধীনস্থ সিকিউরিটি প্রিন্টিং এন্ড মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (SPMCIL) এর পক্ষ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী মোট শূন্য পদের সংখ্যা ৩৭টি।
বিজ্ঞপ্তি তো বলা হয়েছে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স প্রিন্টিং মেকানিক্যাল কোয়ালিটি এসিওরেন্স টেকনিক্যাল কন্ট্রোল ডিজাইনারসহ একাধিক শূন্য পদে নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে সংশ্লিষ্ট পদে আবেদন করার জন্য প্রার্থীদের ইঞ্জিনিয়ারিং প্রিন্টিং ফাইনাস কিম্বা গ্রাফিক ডিজাইনিং এর ওপর স্নাতকোত্তর ডিগ্রী থাকতে হবে।
আবেদন করার জন্য প্রার্থীদের যেতে হবে সংস্থার ওয়েবসাইটে সেখানে গিয়ে অনলাইন মাধ্যমে আবেদন করা যাবে। বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ করা হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে। প্রথমে প্রার্থীদের অনলাইন পরীক্ষা নেওয়া হবে তারপরে নেওয়া হবে ইন্টারভিউ। বিজ্ঞপ্তি অনুযায়ী ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আবেদন প্রক্রিয়া আগামী ৮ই আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে।
তবে আবেদন করার জন্য প্রার্থীদের কত টাকা আবেদন ফি হিসেবে দিতে হবে সেটা এখনো পর্যন্ত জানানো হয়নি। বিজ্ঞপ্তি তো বলা হয়েছে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। তবে জাতিগত শংসাপত্র থাকলে বয়সে কিছুটা ছাড় মিলবে।