বাজারে এলো Noise Air Buds Mini 2, জানুন বিস্তারিত

বর্তমানে কর্পোরেট যুগে আমরা সকলেই কর্ম ব্যস্ত তাই সারাদিন এই কর্ম ব্যস্ততা এবং মানসিক ক্লান্তি একটু সরিয়ে রাখা দরকার নিজেদের স্বার্থের জন্য। কিন্তু পারিপার্শ্বিক হাজারো…

বাজারে এলো Noise Air Buds Mini 2, জানুন বিস্তারিত

বর্তমানে কর্পোরেট যুগে আমরা সকলেই কর্ম ব্যস্ত তাই সারাদিন এই কর্ম ব্যস্ততা এবং মানসিক ক্লান্তি একটু সরিয়ে রাখা দরকার নিজেদের স্বার্থের জন্য। কিন্তু পারিপার্শ্বিক হাজারো চিন্তা থেকে মুক্তি এত সহজে মেলে না অফিস থেকে বাড়ি ফিরেও বিভিন্ন ধরনের চিন্তা মাথায় দানা বাঁধতে থাকে।

তাই অনেকেই আছেন যারা সারাদিনই ক্লান্তি ভুলতে গান শোনেন। কারণ গান আমাদের সমস্ত ধরনের মানসিক ভ্রান্তি থেকে মুক্তি দিতে পারে পাশাপাশি মানসিক অবসাদ থেকে মুক্তি দিতে পারে গান। তাছাড়া আমাদের মধ্যে এমন মানুষ হয়তো খুব কমই আছেন যারা গান ভালবাসেন না।

আর বর্তমানে প্রযুক্তির মধ্যে আমাদের হাতের মুঠোয় চলে এসেছে বিভিন্ন ধরনের গান। অন্যদিকে বর্তমানে রয়েছে বিভিন্ন সংস্থার এয়ার বার্ডস। যার সঙ্গে আমরা দীর্ঘক্ষণ গান শুনতে পারি। আর এবার Noise নিয়ে এলো আরো একটি দুর্দান্ত এয়ার বার্ডস। সম্প্রতি লঞ্চ করা হয়েছে Noise Air Buds Mini 2।

Advertisements

যার দাম রাখা হয়েছে মাত্র হাজার টাকার কম। একই সাথে পেয়ে যাবেন আপনি ৪৫ ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ। সংসার পক্ষ থেকে জানানো হয়েছে প্রায় দশ মিটার দূর থেকেও ব্লুটুথ কানেক্ট করা যাবে এই এয়ার বার্ডসের সাথে। তাছাড়া সংস্থা পক্ষ থেকে আরো জানানো হয়েছে মাত্র একবার চার্জ দিলে প্রায় দুঘন্টা ব্যাকআপ দেবে এই এয়ার বার্ডস।